• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলেন সাঈদ খান আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা এই ত্রাণবহর ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালির প্রধানমন্ত্রী একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটক করা হয়েছে, দাবি ইসরায়েলের ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরায়েল, ‘গুরুতর অপরাধ’ বলল দক্ষিণ আফ্রিকা আটক অধিকারকর্মীদের ‘কঠোর’ কারাগারে রাখতে পারে ইসরায়েল নারী বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের ডেমরায় প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব শরণখোলায় মৎস্যজীবীদের মানববন্ধন ট্রাম্পের পরিকল্পনা: গাজার সঙ্গে ৮ মুসলিম দেশের কেন এই বিশ্বাসঘাতকতা?

‘বিবি নাম্বার ওয়ান’ সিনেমার ‘চুনারি চুনারি’ গান পুনঃনির্মাণ বরুণের, ক্ষুব্ধ দর্শক

প্রভাত রিপোর্ট / ১৬৪ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত বিনোদন : ‘বিবি নাম্বার ওয়ান’ সিনেমার আইকনিক গান ‘চুনারি চুনারি’ এখন নস্টালজিয়া এখন দর্শক-শ্রোতাদের মাঝে। এবার সেই গানটি এবার পুনঃনির্মাণ করা হচ্ছে বরুণ ধাওয়ানের সিনেমায়। কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি দর্শকেরা, করছেন নেতিবাচক মন্তব্য। সালমান অভিনীত কমেডি ড্রামা ‘বিবি নাম্বার ওয়ান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন। সিনেমায় একটি জনপ্রিয় গানে (চুনারি চুনারি), নাচ করতে দেখা গিয়েছিল সুস্মিতা-সালমানকে। এবার ওই একই গান নতুন ভাবে তৈরি করতে দেখা গেল বরুণের নতুন ছবিতে।
আগামী বছর ১০ এপ্রিল মুক্তি পাবে বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং ম্রুনাল ঠাকুর অভিনীত ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’। সম্প্রতি এই ছবির একটি ছোট্ট একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যায়, সুস্মিতা এবং সালমানের আইকনিক গান ‘চুনারি চুনারি’ পুনঃনির্মাণ করা হয়েছে। তবে ২৬ বছর আগে দুই তারকা যে মানদণ্ড নির্মাণ করেছিলেন তা ভাঙা এত সহজ নয়। তাই বরুণের নতুন ছবির গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হয়। একজন কটাক্ষ করে লিখেছেন, ‘দয়া করে এই গানটির বারোটা বাজাবেন না।’ অন্য একজন লিখেছেন, ‘দয়া করে নাচ করো কিন্তু নষ্ট করো না।’
পরিচালকের সৃজনশীলতার ওপরে প্রশ্ন তুলে একজন লিখেছেন, ‘পুরনো গানকে রিক্রিয়েট করার মধ্যে কোনো সৃজনশীলতা নেই।’ অন্য একজন আবার লিখেছেন, ‘প্লিজ এই গানটি নষ্ট করবেন না।’ কেউ কেউ আবার ভাইজানের প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনি বারবার সালমানকে কপি করেন কেন? নিজে কিছু করতে পারেন না?’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও