• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

‘বিবি নাম্বার ওয়ান’ সিনেমার ‘চুনারি চুনারি’ গান পুনঃনির্মাণ বরুণের, ক্ষুব্ধ দর্শক

প্রভাত রিপোর্ট / ২৫ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত বিনোদন : ‘বিবি নাম্বার ওয়ান’ সিনেমার আইকনিক গান ‘চুনারি চুনারি’ এখন নস্টালজিয়া এখন দর্শক-শ্রোতাদের মাঝে। এবার সেই গানটি এবার পুনঃনির্মাণ করা হচ্ছে বরুণ ধাওয়ানের সিনেমায়। কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি দর্শকেরা, করছেন নেতিবাচক মন্তব্য। সালমান অভিনীত কমেডি ড্রামা ‘বিবি নাম্বার ওয়ান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন। সিনেমায় একটি জনপ্রিয় গানে (চুনারি চুনারি), নাচ করতে দেখা গিয়েছিল সুস্মিতা-সালমানকে। এবার ওই একই গান নতুন ভাবে তৈরি করতে দেখা গেল বরুণের নতুন ছবিতে।
আগামী বছর ১০ এপ্রিল মুক্তি পাবে বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং ম্রুনাল ঠাকুর অভিনীত ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’। সম্প্রতি এই ছবির একটি ছোট্ট একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যায়, সুস্মিতা এবং সালমানের আইকনিক গান ‘চুনারি চুনারি’ পুনঃনির্মাণ করা হয়েছে। তবে ২৬ বছর আগে দুই তারকা যে মানদণ্ড নির্মাণ করেছিলেন তা ভাঙা এত সহজ নয়। তাই বরুণের নতুন ছবির গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হয়। একজন কটাক্ষ করে লিখেছেন, ‘দয়া করে এই গানটির বারোটা বাজাবেন না।’ অন্য একজন লিখেছেন, ‘দয়া করে নাচ করো কিন্তু নষ্ট করো না।’
পরিচালকের সৃজনশীলতার ওপরে প্রশ্ন তুলে একজন লিখেছেন, ‘পুরনো গানকে রিক্রিয়েট করার মধ্যে কোনো সৃজনশীলতা নেই।’ অন্য একজন আবার লিখেছেন, ‘প্লিজ এই গানটি নষ্ট করবেন না।’ কেউ কেউ আবার ভাইজানের প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনি বারবার সালমানকে কপি করেন কেন? নিজে কিছু করতে পারেন না?’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও