• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম

এ বছর ঈদুল আজহায় সারাদেশে ৯১ লাখ পশু কোরবানি

প্রভাত রিপোর্ট / ১৮ বার
আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯১ লাখ গবাদিপশু কোরবানি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১২ লাখ কম। এর মধ্যে কেবল ঢাকাতেই পশু কোরবানি হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি। যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কম বলে জানা গেছে। অর্থাৎ গত বছরে ঢাকায় প্রায় ১২ লাখ পশু কোরবানি হয়েছিলো। সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তত থাকায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে পশু কেনা-বেচায় সন্তুষ্ট দেখা গিয়েছে। পশুর হাটে আইনশৃংখলা বাহিনী সতর্ক ছিলো সব সময়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি। ১ কোটি পশু জবাইয়ের লক্ষ্যমাত্রা ছিলো। সে হিসেবে কাছাকাছি পশু কোরবানি হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যানুসারে, কোরবানি হওয়া ৯১ লাখ লাখ পশুর মধ্যে ৪৭ লাখ ৫ হাজার ১০৬ টি গরু-মহিষ, ছাগল-ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮ এবং অন্যান্য পশু কোরবানি হয়েছে ৯৬০ টি।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এবার সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে (৩ লাখ ১৯ হাজার ৮২৩)। আর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে (২৩ লাখ ২৪ হাজার ৯৭১ টি)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও