• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

বিএনপিকে বার্তা দিলেন পিনাকী ভট্টাচার্য

প্রভাত রিপোর্ট / ২২ বার
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য

প্রভাত ডেস্ক: এবার বিএনপিকে সতর্কবার্তা দিলেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিএনপিরে বলি ফেউ পাঠায়ে লাভ নাই। আমি ফেউয়ের সাথে খেলি না।’ পেছনে লাগার জন্য বিএনপির কাছে আরও স্মার্ট কৌশল প্রত্যাশা করেন বলে জানান পিনাকী।
পিনাকীর সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো পাঠকদের জন্য।
পিনাকী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘একটা মজার জিনিস বলি। দুইজন আমার বিরুদ্ধে যা খুশী তাই কইয়া যাইতেছে। একজন তারেক আরেকজন কলিমুল্লাহ। আপনারা যারা আমার লেখা পড়েন, ভিডিও দেখেন তারা জানেন আমি এই দুইজনকে নিয়া কিছুই বলি নাই। তারপরেও এই দুইজন ক্যান লাগছে আমার পিছে। এইটা হইতেছে চিকনা বুদ্ধি। বুদ্ধিটা বিএনপির।’
পিনাকী বলেন, ‘বিএনপি কিছু বলবে না, অন্তত তাদের পরিচিত মুখগুলা কিছু বলবে না। এই দুইটারে জোগাড় করছে আমারে গাইলানোর জন্য। আমার লগে এই টেকনিক কাজে লাগবে না ভাইজান। আপনারা যতোই লাফান, আমারে যতোই গাইলান আমি এইগুলা বিএনপির বাক্সে রাখবো। আপনাদের সাথে বিএনপির সম্পর্ক জানি, দেয়া-নেয়াও জানি। আমি বাঘের সাথে লড়াই করি ফেউয়ের সাথে না।’
এই লেখক ও অ্যাক্টিভিস্ট লিখেছেন, ‘বিএনপিরেও বলি ফেউ পাঠায়ে লাভ নাই। আমি ফেউয়ের সাথে খেলি না। কৌশল হিসাবেও এইটা খুব মফস্বলি। আমি আরো স্মার্ট কৌশল আশা করছিলাম। হতাশ করলেন আপনারা। আমি আমার ফোকাস সরাই না। সেইজন্য হাসিনারেও আমার নাম নিতে হয়। ফেউয়ের বাজেট বাড়ানো গেলে আমি আপনাদের দুইটা স্মার্ট ফেউয়ের হদিস দিতাম। লাগলে জায়গায় বসে আওয়াজ দিয়েন।’স্ট্যাটাসের শেষে নূরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘নূরের ঘটনা তো দেখেছেন সবাই। যাদেরকেই সেকেন্ডারি জিনিস হিসেবে সামনে আনবেন সবই ফেইল করবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও