• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব ফিজিওথেরাপি সেন্টারে অভিযান ও হয়রানি বন্ধের দাবি নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক অকাল মৃত্যু ঠেকাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি উন্নয়নের ধারা টেকসই করতে গাছ লাগানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম আগে সংস্কার পরে নির্বাচন হবে এটা শুনতে চাই না : মঈন খান ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে: রিজভী সরকারের একটি অংশ স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে: যুবদল সভাপতি
ট্রাম্প তার স্বপ্নে দেখা ট্রিলিয়ন ডলার হারাবেন

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরাকি শিয়া মিলিশিয়াগোষ্ঠীর

প্রভাত রিপোর্ট / ১৩ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়াগোষ্ঠী বাগদাদে ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ। ছবি:সংগৃহীত

প্রভাত ডেস্ক: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়ালে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করে হামলা চালানো হবে— এমন হুমকি দিয়েছে ইরান-সমর্থিত ইরাকের প্রভাবশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে গোষ্ঠীটির নিরাপত্তা প্রধান আবু আলী আল-আস্কারি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘আমরা আবারও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায়, তবে উন্মাদ ট্রাম্প তার স্বপ্নে দেখা ট্রিলিয়ন ডলার এই অঞ্চল থেকে আদায় করার আশা চিরতরে হারাবেন।’
আল-আস্কারি দাবি করেন, তাদের হাতে ইতোমধ্যেই ‘অপারেশনাল পরিকল্পনা’ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘নিঃসন্দেহে গোটা অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো শিকারির লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’ তিনি আরও হুমকি দিয়ে বলেন, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবং দক্ষিণে লোহিত সাগরে প্রবেশের একমাত্র পথ বাব-আল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে লোহিত সাগরের তীরবর্তী তেলবন্দরগুলো বন্ধ হয়ে যাবে বলেও জানান তিনি। আল-আস্কারি বলেন, ‘আকাশেও মার্কিন বিমানগুলোর জন্য রয়েছে অপ্রত্যাশিত চমক।’
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে কাতায়েব হিজবুল্লাহর ওপর একটি ড্রোন হামলার অভিযোগ ওঠে, যাতে জর্দান-সিরিয়া সীমান্তবর্তী মার্কিন সামরিক চৌকি ‘টাওয়ার ২২’-এ তিনজন মার্কিন সেনা নিহত ও ৩০ জনের বেশি আহত হয়।
‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামের একটি ছাতার নিচে থাকা একাধিক ইরান-সমর্থিত মিলিশিয়া দাবি করে, তারা ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে আল-রুকবান শরণার্থীশিবিরও ছিল, যা টাওয়ার ২২-এর নিকটবর্তী। সূত্র : সিএনএন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও