• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব ফিজিওথেরাপি সেন্টারে অভিযান ও হয়রানি বন্ধের দাবি নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক অকাল মৃত্যু ঠেকাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি উন্নয়নের ধারা টেকসই করতে গাছ লাগানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম আগে সংস্কার পরে নির্বাচন হবে এটা শুনতে চাই না : মঈন খান ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে: রিজভী সরকারের একটি অংশ স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে: যুবদল সভাপতি

সত্যিই কি ইরানের পর পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে হামলা চালাবে ইসরায়েল?

প্রভাত রিপোর্ট / ১৫ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের পর এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি। গত বুধবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। আরবি ও উর্দু ভাষায় দেওয়া ওই পোস্টে মাসরি লেখেন, ‘ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। এটুকু বুঝলেই যথেষ্ট।’ তবে এ নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু’র নেতৃত্বাধীন ইহুদি সরকারের কোনো অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি। যেহেতু মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়নি। তাই সত্যিই ইরানের পর পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। এদিকে, এ ধরনের মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। পাকিস্তানের সমর্থকরা ব্যাপকভাবে এই মন্তব্যের নিন্দা জানাচ্ছেন। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম তাদের এক্স অ্যাকাউন্ট থেকে ব্যঙ্গ করে লিখেছে, ‘এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটজের সঙ্গে পরামর্শ করে নিও, উনি অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করবেন– পাকিস্তান।’
আরেকজন ব্যবহারকারী উসমান ঘানি লিখেছেন, ‘হা হা! যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনো তোমরা মিশন ফ্যান্টম ফ্লাইট চালাতে সাহস করোনি, আর এখন আছে, তাই স্বপ্নই দেখে যাও!’এর আগে সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বক্তব্যে ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করেন। তিনি বলেন, ‘ইসরায়েলের উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট: পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না।’তিনি আরও জানান, পাকিস্তান বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইসহাক দার ভারতের সঙ্গে পূর্ববর্তী উত্তেজনার কথাও স্মরণ করিয়ে বলেন, ‘যেভাবে তখন জাতি এক হয়েছিল, এবারও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকবে।’

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও