প্রভাত রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একাডেমিক কাউন্সিল পুনর্গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একাডেমিক কাউন্সিলে তিনটি ক্যাটাগরিতে ১২ জনকে মনোনয়নের মধ্য দিয়ে কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। আর সিন্ডিকেটে চার ক্যাটাগরিতে আট জনকে মনোনয়ন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ এই প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন,১৯৯৮’ অনুযায়ী একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী, অধিভুক্ত মেডিক্যাল অধ্যক্ষ এবং অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল ইনস্টিটিউটের পরিচালক— এই তিন ক্যাটাগরি এবং সিন্ডিটেক সদস্য হিসেবে শিক্ষক, মূল্যবান অবদান, একাডেমিক কাউন্সিলের সদস্য ও অধ্যক্ষ— এই চার ক্যাটাগরিতে দুই বছরের জন্য তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
একাডেমিক কাউন্সিলের সদস্য যারা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ২৪(১) অনুচ্ছেদ বলছে, বিশ্ববিদ্যালয় থেকে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা একাডেমিক কাউন্সিলের সদস্য হবেন। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালকও (চিকিৎসা শিক্ষা) আইন অনুযায়ী একাডেমি কাউন্সিলের সদস্য হবেন। এর বাইরে খ্যাতনামা চিকিৎসাবিজ্ঞানীদের মধ্য থেকে দুই জন, অধিভুক্ত মেডিক্যাল অথবা ডেন্টাল কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে পাঁচ এবং অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল ইনস্টিটিউটের পরিচালকদের মধ্য থেকে পাঁচ জনকে মনোনয়ন দেবেন চ্যান্সেলর। এর মধ্যে খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী ক্যাটাগরিতে একাডেমিক কাউন্সিলের সদস্য মনোনীতরা হলেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী ও ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের সিনিয়র অ্যাডভাইজার অধ্যাপক ডা. এম মুজাহারুল হক।
অধ্যক্ষ ক্যাটাগরিতে মনোনীতরা হলেন– ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ও মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
পরিচালক ক্যাটাগরিতে একাডেমিক কাউন্সিলের মনোনীত সদস্যরা হলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. দেলোয়ার হোসেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। এছাড়া ২৪(২) অনুচ্ছেদ অনুযায়ী মনোনীত সদস্যরা দুই বছর মেয়াদ পাবেন। তবে মেয়াদ শেষ হওয়ার পরও নতুন সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন।
সিন্ডিকেট সদস্য হলেন যারা: অধ্যাপক ক্যাটাগরিতে নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মওদুদুল হক, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে কার্ডিওলজি বিভাগের ডা. মোহাম্মদ আল-মামুন মনোনীত হয়েছেন।
এছাড়া গবেষণা প্রতিষ্ঠানের সদস্য অথবা চিকিৎসা ক্ষেত্রে মূল্যবান অবদান ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ ও পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজের অনারারি চিফ সাইন্টিস্ট অ্যান্ড অ্যাডভাইজার অধ্যাপক ডা. মো. লিয়াকত আলী। আর একাডেমিক কাউন্সিলের সদস্য ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী।
অধ্যক্ষ ক্যাটাগরিতে বিএমইউর সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন ও রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম।
বিএমইউ আইনের ২২(১) অনুচ্ছেদ অনুযায়ী, ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের (ডিজিএমএস) মহাপরিচালক প্রতিষ্ঠানটির সিন্ডিকেট সদস্য হবেন।