• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
তাকসিম খানের অনুসারীরা ওয়াসার হাইব্রিড বিএনপি : সিবিএ সভাপতি সোহাগ হত্যার বিচারসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের মিটফোর্ডে হত্যাকাণ্ড : আসামিপক্ষে লড়বেন না বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ না করলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকবে : আলাল হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে : ফারুক শিশু হাসপাতালের ‘নিয়োগ কেলেঙ্কারি’ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম তেল মারার সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না : খসরু সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড : দুদু

ফিফা ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচ কবে-কখন

প্রভাত রিপোর্ট / ১৬ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত স্পোর্টস : বরুসিয়া ডর্টমুন্ড ও মন্টেরির মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড। যেখানে মেক্সিকান ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে জার্মানির ডর্টমুন্ড কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে কোয়ার্টারে ৮ দলের কারা কার প্রতিপক্ষ ও খেলার সূচিও। মঙ্গলবার দিবাগত রাতে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারায় জুভেন্তাসকে। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ ডর্টমুন্ড। রিয়াল-জুভেন্তাস ও ডর্টমুন্ড-মন্টেরির ম্যাচের জন্য অসম্পূর্ণ ছিল কোয়ার্টার ফাইনালের পূর্ব-পরিকল্পিত সূচি। কারণ গতকাল রিয়ালের ম্যাচ শুরুর প্রায় ১২ ঘণ্টা আগেই ৬টি দলের ম্যাচ ও সময়সূচি ঠিক হয়ে যায়। সূচি অনুযায়ী কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি, আরেক সেলেসাও দল ফ্লুমিনেন্স ও সৌদি প্রো লিগের জায়ান্ট আল হিলাল এবং অন্যতম হাইভোল্টেজ ম্যাচে সর্বশেষ ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ মোকাবিলা করবে।
ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সূচি: ৪ জুলাই (শুক্রবার)— আল হিলাল-ফ্লুমিনেন্স— দিবাগত রাত ১টা (ভেন্যু : ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম)। ৫ জুলাই (শনিবার)— চেলসি-পালমেইরাস— সকাল ৭টা (ভেন্যু : লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড)। ৫ জুলাই (শনিবার)— পিএসজি-বায়ার্ন মিউনিখ— রাত ১০টা (ভেন্যু : মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম)। ৫ জুলাই (শনিবার)— রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড— রাত ২টা (ভেন্যু : মেটলাইফ স্টেডিয়াম)
এদিকে, দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে বুধবার (২ জুলাই) ভোরে মুখোমুখি হয়েছিল ডর্টমুন্ড-মন্টেরি। সার্জিও রামোসের মন্টেরি ম্যাচজুড়ে আধিপত্য দেখালেও ফলটা গেছে তাদের বিপক্ষে। এবারের ক্লাব বিশ্বকাপে চমক দেখানো দলটি ৫৯ শতাংশ পজেশন নিয়ে ১৪ শটের মধ্যে ৭টি গোলের লক্ষ্যে রাখতে পেরেছিল। বিপরীতে মাত্র ৬ শটের ৩টি লক্ষ্যে রেখেই সাফল্য পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির পক্ষে ১৪ ও ২৪ মিনিটে দুটি গোলই করেছেন সেরু গুইরাস্সি। ৪৮ মিনিটে এক গোল করে ব্যবধান কমান মন্টেরির জার্মান বার্তারেম।
এর আগে মঙ্গলবার রাতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসকে কষ্টার্জিত ১-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। গঞ্জালো গার্সিয়ার একমাত্র গোলটি জাবি আলোনসোর দলকে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে। ম্যাচজুড়ে উভয়পক্ষই আক্রমণ-পাল্টা আক্রমণে বিপরীত রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিল। বল দখলে (৫৮ শতাংশ) এগিয়ে থাকার পাশাপাশি গোলের সুযোগ তৈরিতে অবশ্য এগিয়ে ছিল রিয়াল। ২২ শট নিয়ে তারা ১১টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে মাত্র ৬ শটের ২টি লক্ষ্যে ছিল জুভদের।
এ ছাড়া শ্বাসরুদ্ধকর থ্রিলার ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে সৌদি আরবের আল হিলাল, ইতালির ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে ফ্লুমিনেন্স এবং ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখ কোয়ার্টারে পা রাখে। কোয়ার্টারে সম্ভবত সবচেয়ে বড় লড়াই হতে চলেছে ৫ জুলাই রাত ১০টায় হতে যাওয়া পিএসজি-বায়ার্ন মিউনিখের ম্যাচটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও