• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
তাকসিম খানের অনুসারীরা ওয়াসার হাইব্রিড বিএনপি : সিবিএ সভাপতি সোহাগ হত্যার বিচারসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের মিটফোর্ডে হত্যাকাণ্ড : আসামিপক্ষে লড়বেন না বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ না করলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকবে : আলাল হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে : ফারুক শিশু হাসপাতালের ‘নিয়োগ কেলেঙ্কারি’ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম তেল মারার সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না : খসরু সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড : দুদু

শিশু হাসপাতালের ‘নিয়োগ কেলেঙ্কারি’ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিজ্ঞপ্তি ছাড়া ৬৫ জন চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে এ অনিয়ম তদন্তে কাজ শুরু করেছে মন্ত্রণালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়োগের কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘জনসংখ্যা নীতি ২০২৫’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ শিশু হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ায় কোনো পরীক্ষা ছাড়াই চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে- এমন খবর পেয়েই স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। পাশাপাশি কর্তৃপক্ষকে এ ধরনের নিয়োগের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তদন্ত শেষে যা যা আইনগতভাবে দরকার, আমরা তা-ই করবো। বেআইনি কোনো কাজকে প্রশ্রয় দেওয়া হবে না।’
নূরজাহান বেগম বলেন, ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্ব গঠনে তরুণদের ক্ষমতায়ন জরুরি। তারা ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধিত্ব করবে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘তরুণদের প্রজনন স্বাস্থ্যসংক্রান্ত পছন্দ-অপছন্দ, চাহিদা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। এতে ন্যায্যতা, সামাজিক শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সহজ হবে।’
অভিযোগ রয়েছে, কোনো ধরনের সার্কুলার বা স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই হাসপাতালটিতে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে, যা সরকারি নিয়োগনীতির পরিপন্থি। অথচ এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে অন্যতম প্রধান কেন্দ্র।
স্বাস্থ্যসেবা খাতের শুদ্ধাচার নিয়ে যখন দেশের সর্বোচ্চ পর্যায়ে উচ্চকণ্ঠ, তখন এমন গোপন ও বিতর্কিত নিয়োগ কেবল নিয়োগ প্রার্থীদের মধ্যেই নয়, পুরো স্বাস্থ্যখাতেই একধরনের অনাস্থা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও