প্রভাত বিনোদন : আইএমডিবি নিয়মিত বিশ্বের আলোচিত তারকাদের একটি তালিকা তৈরি করে। ‘জনপ্রিয় তারকা’ শিরোনামের এই ক্যাটাগরিতে বিশ্বের যে তারকাদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, তাঁরাই শীর্ষে থাকেন। এই শীর্ষ ৫০ তারকার তালিকায় রয়েছেন বলিউডের এক অভিনেত্রী। কে সেই অভিনেত্রী?
শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের সঙ্গে ‘ডন ৩’ সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী। যে কারণে এই অভিনেত্রীকে নিয়ে বেশ চর্চা হচ্ছে অনলাইনে। এদিকে ২ জুলাই মুক্তি পাওয়া ‘হেডস অব স্টেট’ সিনেমা দিয়ে হলিউডের দর্শকদের কাছে তিনি আলোচিত হয়েছেন। যে কারণে আইএমডিবিতে তাঁকে নিয়মিত খোঁজা হচ্ছে। এই অভিনেত্রীর নাম প্রিয়াঙ্কা চোপড়া। আইএমডিবির শীর্ষ ৫০ তালিকার ২২ নম্বরে রয়েছেন তিনি। এ তালিকায় বেশির ভাগ তারকাই কাজ দিয়ে শীর্ষে জায়গা করে নেন। ১১ জুলাই মুক্তি পেয়েছে ‘সুপারম্যান’। সিনেমাটিতে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট। এই সিনেমায় নাম লেখানোর পর থেকেই তিনি আলোচিত হন। সিনেমা মুক্তির পরে তাঁকে সবচেয়ে বেশি খুঁজতে থাকেন ভক্তরা। বর্তমানে তিনি জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষে রয়েছেন।
এই তালিকায় ২ নম্বরে রয়েছেন অভিনেত্রী র্যাচেল ব্রসনাহান। তিনিও আলোচনায় এসেছেন ‘সুপারম্যান’ সিনেমা দিয়ে। সিনেমায় তাঁর চরিত্রের ব্যাপ্তি ছোট হলেও তিনি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে নাম লিখিয়ে প্রশংসিত হচ্ছেন। একই সঙ্গে ‘দ্য অ্যামেচার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেও আলোচনায় রয়েছেন। গত ১১ এপ্রিল ‘দ্য অ্যামেচার’ মুক্তি পেয়েছে।
নিকোলাস হল্ট এই তালিকায় ৩ নম্বরে রয়েছেন। গত বছর ‘নসফেরাতু’ সিনেমা দিয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন। এবার তাঁকে দেখা গেছে ‘সুপারম্যান’ সিনেমায়। এই সিনেমাটির পরিচালক জেমস গানও এখন আলোচিত নির্মাতা। শীর্ষ তারকার তালিকায় ৪ নম্বরে রয়েছেন এই জনপ্রিয় পরিচালক।
এদিকে হঠাৎ আলোচনায় এসেছেন আরেক অভিনেত্রী ম্যাগি কিউ। ২০২৩ সালে ‘দ্য ফ্যামিলি প্ল্যান’–এর পরে এ বছর একসঙ্গে দুই সিরিজ দিয়ে আলোচনায় রয়েছেন। সিরিজ দুটি হলো—‘বস: লিগ্যাসি’ ও ‘ব্যালাড’। ৬২৬ নম্বর তালিকা থেকে তিনি বর্তমানে ৫ নম্বরে রয়েছেন।