ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ। শুক্রবার র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল শুক্রবার (১৮ জুলাই) রাত অনুমান দুই ঘটিকার দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ৩০ নং ওয়ার্ডের রহমতপুর গ্রামের হাজীর বাড়ী মোড়স্থ “আমিরুল ওয়ার্কসপ’’ এর সামনে অভিযান পরিচালনা করে সবুজ (২৫) ও মোঃ জনি (২৭) কে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৯হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।