• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাত্র ১২০ টাকা আবেদন ফিতে স্বপ্নের সরকারি চাকরি পেলেন পিরোজপুরের ১৫ জন তরুণ রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্যাতন-দুর্ভোগ পেরিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা করল সরকার একুশে বইমেলা ১৭ ডিসেম্বর থেকে একমাস সংসদ ভোটের ৭০ শতাংশ উপকরণ কেনা শেষ মানবাধিকার উন্নয়নে সরকারের প্রচেষ্টার প্রশংসা করলো ইইউ প্রতিনিধিদল রাজনীতিতে উত্তাপ, আলোচনার টেবিল থেকে রাজপথে ইসলামি সাত দল আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রভাত রিপোর্ট / ৪৯ বার
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫

মো. দরাজ আলী, মুক্তাগাছা : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে দেশের নৈরাজ্য, আইনশৃঙ্খলাপরিস্থিতির অবনতির চেষ্টা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার (২১ জুলাই) বিকালে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি দাওগাঁও ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন, দাওগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আ. লতিফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. হামিদ মন্ডল, সাধারণ সম্পাদক জুনাব আলী সরকার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াছ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. হিকিম, সাধারণ সম্পাদক আ. মান্নান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আলালউদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল মুনছর, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ছফর উদ্দিন, বিএনপির সহযোগি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও