• মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের গনিতভীতি গবেষণা কেন্দ্র উদ্বোধন শারদীয় দুর্গাপূজার পর ১৬ অক্টোবর রাকসু নির্বাচন ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বৈশ্বিক সম্মেলন নিউইয়র্কে, আয়োজক ফ্রান্স-সৌদি তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, দাবি ক্রীড়া উপদেষ্টার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বলাকা ভবনের সামনে অবস্থান নিয়ে বিমানের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ শাপলা প্রতীক থেকে সরছি না, এনসিপি ১৫০ আসন পাবে: পাটওয়ারী

হোমনার দৌলতপুর ফুটবল ফাইনাল খেলায় গৌরীপুর চ্যাম্পিয়ন

প্রভাত রিপোর্ট / ১২৮ বার
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মেহেদী হাসান,হোমনা: কুমিল্লার হোমনায় জাঁকজমকপূর্ণ পরিবেশে দৌলতপুর এ.এফ.এম মোমেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর একাদশ কে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে গৌরীপুর ফুটবল একাডেমী (দাউদকান্দি) উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় অতিথিগণ চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল ও রানার্সআপ দলকে একটি ফ্রীজ পুরস্কার হিসেবে তুলে দেন।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর আমেনা আলিম স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর নির্ধারিত সময়ের পূর্বেই মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এসময় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া খেলার উদ্ধোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএম আব্দুল মোমেন সাহেবের সহধর্মিণী সামসুন নাহার, ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন ফোনের ডেপুটি ডিরেক্টর মঈনুল মোমেন ও হেরিটেজ ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান তারিকুল ইসলাম।
খেলায় সারজেক আলম সরকারের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হাসান জাকি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ রফিক সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম হিমেল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ, উপজেলা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইজুদ্দিন সাজু, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সেলিম মাস্টার প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হালিম, সাধারণ আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আউয়াল প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও