• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীর সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ অক্টোবরে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে আগুন কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি : ট্রাইব্যুনালে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ ২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ এনআইডির বয়স সংশোধনে কঠোর হচ্ছে ইসি ইসরায়েলের গোপন কারাগার ‘রাকেফেত’, যেখানে সূর্যের আলো পৌঁছায় না কখনো মুন্সীগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে একজন নিহত

রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ১১৭ বার
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—আইঘরটেকপাড়া এলাকার কাজলী, খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
ওসি তরিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল তারা। মানবিক কারণে এতদিন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গত ১৫ সেপ্টেম্বর প্রবাসীদের একটি গাড়ি আটকে চাঁদা না দেওয়ায় তাদের মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগের পর অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।”
স্থানীয়রা জানান, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বেশিরভাগই ছেলে, যারা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছিল। বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীদের গাড়িই ছিল তাদের প্রধান টার্গেট। মোটা অঙ্কের টাকা দাবি করে তারা গাড়ি আটকে যাত্রীদের জিম্মি করত। এতে স্থানীয় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও