• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলেন সাঈদ খান আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা এই ত্রাণবহর ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালির প্রধানমন্ত্রী একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটক করা হয়েছে, দাবি ইসরায়েলের ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরায়েল, ‘গুরুতর অপরাধ’ বলল দক্ষিণ আফ্রিকা আটক অধিকারকর্মীদের ‘কঠোর’ কারাগারে রাখতে পারে ইসরায়েল নারী বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের ডেমরায় প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব শরণখোলায় মৎস্যজীবীদের মানববন্ধন ট্রাম্পের পরিকল্পনা: গাজার সঙ্গে ৮ মুসলিম দেশের কেন এই বিশ্বাসঘাতকতা?

আইএল টি-টোয়েন্টিতে অবিক্রিত অশ্বিন

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

প্রভাত স্পোর্টস : অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটাররাই কেবল বিসিসিআই থেকে বিদেশি লিগে খেলার অনুমোদন পায়। ভারতীয় ক্রিকেটকে বিদায় জানানোয় সেই দুয়ার খুলে যায় রবিচন্দ্রন অশ্বিনের সামনেও। এরপর সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে তার খেলা নিয়েও বেশ আলোচনা হয়েছিল। এমনকি আমিরাতের লিগটিতে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ডলার ভিত্তিমূল্য ধরা হয় অশ্বিনের। অথচ ভারতীয় এই অলরাউন্ডারকে নেয়নি আইএল টি-টোয়েন্টির কোনো ফ্র্যাঞ্চাইজি। গতকাল (বুধবার) টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ডাকে দল না পাওয়া অশ্বিন পরের এক্সিলারেটেড অকশনে ডাকই পাননি। ফলে ছয় অঙ্কের ভিত্তিমূল্যের তালিকায় থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে অবিক্রিত থাকেন তিনি। যদিও অশ্বিনের আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার খেলার দরজা একেবারেই বন্ধ হয়ে যায়নি। দল পেতে পারেন ওয়াইল্ড কার্ড ক্রিকেটার হিসেবে।
ইএসপিএন ক্রিকইনফো বলছে, ওয়াইল্ডকার্ড অপশন হিসেবে ডাক পেতে পারেন অশ্বিন। বিশেষ করে এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্সের ওয়াল্ড কার্ড সাইনিং এখনও বাকি আছে। এবারের নিলামে ভাইপার্সই একমাত্র দল যারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনির্দিষ্টকালের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ রাখলেও, দেশটির ক্রিকেটার কিনেছে। ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়ে পাকিস্তানের তিনজনকে– ফখর জামান (৯৭ লাখ টাকা), নাসিম শাহ (৯৭ লাখ টাকা) ও হাসান নওয়াজ (সাড়ে ৪৮ লাখ টাকা)।
এবারের আইএল টি-টোয়েন্টিতে নিলামে ওঠা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আন্দ্রে ফ্লেচার। তাকে ২ লাখ ৬০ হাজার (৩ কোটি ১৬ লাখ টাকা) ডলারে কিনেছে এমআই এমিরেটস। এ নিয়ে টানা চতুর্থ আসরে এই ক্যারিবীয় তারকা লিগটিতে দল পেয়েছেন। ফ্লেচারের কাছাকাছি পারিশ্রমিকে (২ লাখ ৫০ হাজার ডলার) দুবাই ক্যাপিটালস কিনেছে ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার স্কট কারিকে। এ ছাড়া আরেক ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসনকে ১ লাখ ৭০ হাজার ডলারে গালফ জায়ান্টস এবং আফগান পেসার নাভিন-উল-হককে ১ লাখ ডলারে নিয়েছে এমআই এমিরেটস।
নিলামে আরব আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিকও চমক দেখিয়েছেন। তাকে ১ লাখ ৭০ হাজার ডলারে রাইট-টু-ম্যাচ কার্ডের ভিত্তিতে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্জ। তারই আরেক স্বদেশি মুহাম্মদ রোহিদ ১ লাখ ৪০ হাজার ডলারে এমআই এমিরেটসের স্কোয়াডে যুক্ত হয়েছেন। এ ছাড়া এবার বাংলাদেশ থেকে তিনজন দল পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি আইএল টি-টোয়েন্টিতে। সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে এমিরেটস, ৮০ হাজার ডলারে তাসকিন আহমেদকে নিয়েছে শারজাহ। এর আগে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দুবাই ক্যাপিটালস দলে নেয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও