প্রভাত সংবাদদাতা, কুমিল্লা উত্তর : কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ার কান্দি গ্রামে বাসিন্দা মো. সিরাজুল ইসলাম সিরাজের ৩টি বসত ঘর বজ্রপাতে পুড়ে ছাই হয়ে গেছে।
গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতের আঘাত আনে গ্যাসের পাইপলাইনের লেইজারের ওপর ও পার্শ্ববর্তী দুটি এসিতে আঘাত করলে এসি ও গ্যাস পাইপ লাইন থেকে গ্যাস বের হলে মুহূর্তে আগুন লেগে যায়।
এ সময় পরিবারের লোকজন ঘরের ভিতরে অবস্থান করছিলেন, বিকট শব্দ ও আগুন দেখে তারা মুহূর্তে ঘর থেকে বাইর হয়ে যান, কারো কোন ক্ষতি হয়নি।
এ সময় আশেপাশের লোকজন এসে দ্রুত আগুন নিভানোর চেষ্টা করে,কিন্তু সময়ে আগুন বাড়তে থাকে, তৎক্ষণাক পার্শ্ববর্তী উপজেলার হোমনা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষণে পুড়ে সব ছাই হয়ে যায়।
সিরাজুল ইসলামের পরিবারের লোকজন জানান আমাদের ঘরে টাকা পয়সা ও স্বর্ণালংকার ছিল। আমাদের ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা হবে বলে জানান। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।