প্রভাত ডেস্ক: গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা নেলসন ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরায়েল। এ ঘটনার পর তেল আবিবের বিরুদ্ধে গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নেলসন ম্যান্ডেলার নাতিসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।
প্রেসিডেন্ট বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বাধাদান গাজার দুর্ভোগ দূরীকরণ এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত বৈশ্বিক সংহতি ও অনুভূতির বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি গুরুতর অপরাধ।’
রামাফোসা বলেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর নৌবহর আটকে দেওয়া আইসিজে’র আদেশ লঙ্ঘন করেছে।
দক্ষিণ আফ্রিকা থেকে নৌবহরে যোগদানের আগে ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা রয়টার্সকে বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের জীবন বর্ণবাদের অধীনে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের অভিজ্ঞতার চেয়েও খারাপ।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের জন্য গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চালাচ্ছে। এই মামলায় আরও কয়েকটি দেশ যোগ দিয়েছে।