• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার: নুর পিএসসিকে ১৫ দফা প্রস্তাবনা দিলো এনসিপি স্বাস্থ্য খাতে অগ্রগতি ‘উৎসাহজনক’ তবুও গতি বাড়ানো প্রয়োজন : উপদেষ্টা এবারও বইমেলা হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব বিমানবন্দর স্টেশনে ট্রেনের বগিতে মিলল ৮ পিস্তল, গুলি ও গান পাউডার জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : আখতার হোসেন ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে রুল নদী দূষণে ডলফিন ও মানুষ উভয়ই বিপদে: রিজওয়ানা হাসান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আত্মসাৎ করা ৪৫০০ কোটি টাকা ফেরত চেয়ে মানববন্ধন জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবে আইনের বাইরে না যাই : সালাহউদ্দিন

সাংবাদিক পরিচয়ে বাসায় ডাকাতি, প্রাইভেটকারসহ মালামাল লুট

প্রভাত রিপোর্ট / ১০ বার
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

প্রভাত ডেস্ক: চট্টগ্রামের খুলশী এলাকায় সাংবাদিক পরিচয়ে একটি বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা বাসার মালামাল ও একটি প্রাইভেটকার নিয়ে যায়। ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নগরের খুলশী, বায়েজীদ, ইপিজেড ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া প্রাইভেটকারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নূর মোহাম্মদ সাব্বির ওরফে রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর খুলশী এলাকার একটি বাসায় সাংবাদিক পরিচয়ে ১০–১২ জনের একটি দল প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তল্লাশি চালায়। বাসায় স্বর্ণালংকার বা নগদ অর্থ না পেয়ে ৪৫ লাখ টাকা দামের ২০২২ মডেলের টয়োটা করোলা ক্রস গাড়ি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, খুলশী থানায় ডাকাতির মামলা হলে ডিবি তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ শাহেদকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে, ২৪ ঘণ্টার অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রাইভেটকার, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও