• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগরের নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় কচুয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনে কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন মুক্তাগাছায় নলকূপ মেরামত এবং রক্ষণাবেক্ষণ বিষয়ক অরিয়েন্টেশন পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান অস্তিত্ব সংকটে কলারোয়ার টালি শিল্প পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটক, ফেনসিডিল ও মদ উদ্ধার মনোনয়ন প্রত্যাশীদের সভায় কাঁদলেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম নাজিরপুরে নদী ভাঙনে হাজারো মানুষের জীবন অন্ধকার পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নানান আয়োজনে পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কচুয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনে কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,কচুয়া: বাগেরহাটের কচুয়ায় টেংরাখালী হোসাইনিয়া আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রার্থীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১ টায় কচুয়া প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রার্থীদের পক্ষে মো: সোয়াইব আকন লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান টেংরাখালী হোসাইনিয়া আলীম মাদ্রাসার সংঘটিত অনিয়ম,কারচুপি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা অনিয়ম ও স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। গত ২৯/১০/২০২৫ ইং তারিখ নির্বাচনের দিন সকাল থেকে একদল প্রভাবশালী ব্যক্তি ভোটকেন্দ্রে অবৈধ হস্তক্ষেপ, ভয় ভীতি প্রদর্শন এবং এজেন্টদের বাঁধা দেওয়া শুরু করেন। অনেক অভিভাবক ভোট দিতে এসে বিভিন্ন অজুহাতে কেন্দ্রে প্রবেশে বাঁধাপ্রাপ্ত হন। এমনকি ভোট প্রদানের সময়েও নির্বাচন পরিচালনা উপকমিটি যথাযথ স্বচচ্ছাতা বজায় রাখতে ব্যার্থ হয়েছে। এমনকি ভোটের আগে কিছু ব্যালট পুরণ করে বাক্সে রাখা হয়েছে। তালিকায় ক শাখায় নাম থাকা সত্ত্বেও খ শাখায় ভোট প্রদান করেছেন।
এমনকি এদিন অনেকে ভোট দিতে পারেনি। একজন শিক্ষক প্রতিনিধি প্রার্থীতা প্রত্যাহার করা সত্তেও তিনি নির্বাচনের দিন কিভাবে নির্বাচনে অংশগ্রহন করেন। গণনার সময় কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক উপস্থিত থাকতে দেওয়া হয়নি। আমরা এই নির্বাচনের ফলাফল গ্রহণ করছি না ঘৃণা ভরে এটি প্রত্যাখান করছি। তারা দাবি করেন নিরপেক্ষ নির্বাচনের জন্য উপকমিটির মাধ্যমে পুনঃনির্বাচনের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এমন অনিয়ম যাতে না ঘটে,তার জন্য কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিন সংবাদ সম্মেলনে প্রার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও