মো.রেজাউল করিম, ঠাকুরগাঁও : সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক ঠাকুরগাঁও ও দানাজপুর সীমান্ত এলাকায় মানবপাচার ও মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ২৮ ও ২৯ অক্টোবর ২০২৫ তারিখে পরিচালিত এই অভিযানে বিজিবি একাধিক মানবপাচারকারী ও মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ও এক পাচারকারী আটক হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর রাতে ৪২ বিজিবির একটি বিশেষ টহল দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের সীমান্ত পিলার ৩৩৫/১-এস সংলগ্ন নওডাঙ্গা এলাকায় মানবপাচারের চেষ্টা চলছে, এমন খবর পেয়ে পরে বিজিবির সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে মানবপাচারকারী গোলাম রব্বানী (৪২) কে আটক করে। তিনি পীরগঞ্জ উপজেলার রামনা চান্দোহর গ্রামের বাসিন্দা। আটককৃত রব্বানীকে পরবর্তীতে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা নং ৪০, তারিখ ২৯ অক্টোবর ২০২৫ দায়ের করা হয়েছে।
অন্যদিকে একইদিন সন্ধ্যা ৯টার দিকে ৪২ বিজিবির দানাজপুর বিওপির টহল দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের সীমান্ত পিলার ৩৪০/৪-এস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। টহল দল উপস্থিত হলে চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া, ২৯ অক্টোবর ভোরে গোবিন্দপুর বিওপির একটি টহল দল হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের সীমান্ত পিলার ৩৪৬/১০-আর এলাকায় মাদক পাচারের সময় চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। এসময় তল্লাশি চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মদ, ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
৪২ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা আরও জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে সীমান্তসংক্রান্ত অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়।