প্রভাত বিনোদন: দুই বাংলার জনপ্রিয় সংগীত জুটি আকাশ সেন ও দিলশাদ কণা। সিনেমার গান থেকে মিউজিক ভিডিও; দুটো ক্ষেত্রেই দারুণ সফল তারা। সেই ধারায় আবারও তারা হাজির হয়েছেন একটি আইটেম গান নিয়ে। ‘প্রেমের নদী’ শিরোনামের গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, আর সুর ও সংগীত করেছেন আকাশ সেন নিজেই। গেয়েছেন কণা। গানটির মিউজিক ভিডিওতে প্রথমবার জুটি হিসেবে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি ও নবাগত জেরিন খান। ভিডিওটি পরিচালনা করেছেন টি ডি দীপক। তিনি বলেন, ‘প্রেমের নদী শুধু গান নয়, এটা অনুভূতির একটি যাত্রা। আমরা চেষ্টা করেছি ভালোবাসাকে এক সিনেম্যাটিক স্বপ্নে পরিণত করতে।’‘প্রেমের নদী’ শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে ইউটিউব চ্যানেলে।