প্রভাত স্পোর্টস : গত রবিবার একটি হোটেলে বিসিবির অনুষ্ঠানে বিসিবির পরিচালক আসিফ আকবর ফুটবল কর্তা ও খেলোয়াড় নিয়ে বিষোদগার করায় ক্ষেপেছে ফুটবল সংশ্লিষ্ট অনেকে। আসিফের মন্তব্যে আপত্তি জানিয়ে বাফুফে চিঠি দিয়েছে বিসিবিকে। কিন্তু তাতে নাকি আসিফের কিছুই যায় আসে না। এসব নিয়ে ভয় পান না আসিফ। তার পুরো বক্তব্য না শুনে মন্তব্য করা হচ্ছে। ক্ষমাও চাইবেন না। ‘কথা পুরোটা শোনেনি। অর্ধেক শুনেছে। ক্ষমা চাওয়া তো দূরের কথা সরি বলতেও রাজি না আমি।’
কিন্তু আপনি তো ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন, ‘কুমিল্লায় অ্যাডহক কমিটি হওয়ার আগে ওখানে ফুটবল সংগঠকরা কী করেছে, সেটা দেখে আসুন। বাফুফে তদন্ত করে দেখুন, তারা ভালো করেছে, না খারাপ করেছে।’ আসিফ বলেন, ‘স্বেচ্ছাচারিতার একটা সীমা থাকে, দেখুন এশিয়ান আর্চারি হবে ঢাকা স্টেডিয়ামে, এক বছর আগে ভেন্যু চূড়ান্ত হয়ে আছে। ৩০টা দেশ খেলবে, দুই দিন আগে বাফুফে ওখানে বাংলাদেশ-নেপাল ম্যাচ আয়োজনের ঘোষণা দিল। তা-ও আবার প্রীতি ম্যাচ। ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচ, সেটা ঠিক আছে। তার আগেই আর্চারি শেষ হবে। আমার প্রশ্ন হচ্ছে এশিয়ান আর্চারির মধ্যে কেন ফুটবল ঢুকবে। এই ম্যাচটা অন্য কোথাও হতে পারত না? কেন হলো না। এটা হচ্ছে বাফুফের স্বেচ্ছাচারিতার উদাহরণ।’
মাঠ নিয়ে দেশের ক্রিকেট আর ফুটবলের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। জেলা ক্রীড়া সংস্থা থেকে ফুটবল আলাদা হওয়ার পর মাঠ নিয়ে সমস্যা আজও শেষ হয়নি। জেলা পর্যায়ে মাঠ নিয়ে ফুটবল ক্রিকেটের দূরত্ব শত্রুতা পর্যায়ে চলে গেছে। আসিফ বললেন, ‘বহু বছরের অভিজ্ঞতা থেকে আমি মাঠ নিয়ে কথা বলেছি। অপেক্ষায় ছিলাম, কবে সুযোগ পাবো। সিদ্ধান্ত নিয়েছিলাম এই প্ল্যাটফর্মে কথাগুলো বলবো। বলে দিয়েছি। এখন দেখুন সবাই আসিফের কথা বলছেন। আমি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে কথা বলিনি। দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে কথা বলেছি। আমার কমিটমেন্ট আছে, খেলা আয়োজন করতে হবে। লাখ লাখ ছেলেমেয়ে খেলতে পারছে না। তাদেরকে মাঠে ফেরাতে হবে।’
আসিফ জানান তিনি দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন ফুটবল খেলা হয় না, সবকিছু ঢাকানির্ভর। অথচ ফুটবলের নামে মাঠ বরাদ্দ। এটা তো হতে পারে না। দেশের বিভিন্ন স্থান থেকে ৪০০ ডেলিগেট এসেছিল বিসিবির কনফারেন্সে। তারা আসিফকে জানিয়েছেন মাঠ সংকটের কথা। আসিফ বলেন, ‘ফুটবলকে ১০টা মাঠ দিয়ে দিন, আমাকে ৫টা মাঠ দেন। তবুও ভালো। কিন্তু যেভাবে ফুটবলের নামে মাঠ রেখে দেওয়া হয়েছে সেভাবে ফুটবল খেলা হচ্ছে কি না, বাফুফে নিজেকে প্রশ্ন করুক।’
কুমিল্লায় দুই ক্লাব ভেন্যু নিয়েছে কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২৪ নভেম্বর মোহামেডান-আবাহনী ফুটবল ম্যাচ। আসিফ সেখানেও মাঠের অধিকার চাইবেন। আসিফ বললেন, ‘আমি প্রয়োজনে আদালতে যাব। মাঠের অধিকার চাইব। আমি আদলতকে বলব সমাধান দিন।’
বসুন্ধরা কিংসের নিজস্ব ভেন্যুর উদাহরণ দেখান আসিফ। তার প্রশ্ন মোহামেডান প্রায় ১০০ বছরের ক্লাব, আবাহনীর বয়স ৫০। তাদের কেন নিজস্ব ভেন্যু নেই। তিনি বলেন, ‘আবাহনী-মোহামেডানে বড়ো স্পন্সর নেই? ইচ্ছা থাকতে হয়। এখন আমার কথায় অনেকের গাত্রদাহ হয়েছে, আমি তো এটাই চাই। সবাই আলোচনা করুক। আমার সমালোচনা করুক। তারপরও মাঠ সংকট নিয়ে বাফুফে-বিসিবির মধ্যে আলোচনা হোক। মাঠ কে কখন কীভাবে ব্যবহার করবে, একটা সমাধান হোক।’