মেহেদী হাসান,হোমনা :কুমিল্লার হোমনায় হোমনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের বকুলতলায় দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে এ উদ্যোগ নেয় সংগঠনটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদা রিমা। তিনি বলেন,“হোমনা সরকারি কলেজের প্রতিটি শিক্ষার্থীর সুখে–দুঃখে ছাত্রদল সবসময় পাশে থাকবে। কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা, উপজেলা ও কলেজ শাখা—সবাই সহযোগিতায় এগিয়ে আসবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম।
এ ছাড়াও বক্তব্য দেন— সাইজুদ্দিন সাজু, আহ্বায়ক, হোমনা উপজেলা ছাত্রদল, হুমায়ুন কবির নিরব, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, হোমনা উপজেলা ছাত্রদল, শরিফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল আবুল মুন্সি, যুগ্ম-আহ্বায়ক, হোমনা উপজেলা ছাত্রদল ইয়াছিন আরাফাত, যুগ্ম-আহ্বায়ক, এনকে ইয়ামিন (সামি), যুগ্ম-আহ্বায়ক আল আমিন, যুগ্ম-আহ্বায়ক, আমিনুল হক রাছেল, সভাপতি, হোমনা কৃষি ইনস্টিটিউট ছাত্রদল, মোহাম্মদ আলী, যুগ্ম-আহ্বায়ক, হোমনা পৌর ছাত্রদল, ছাইদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক, পৌর ছাত্রদল, মাহমুদুল হাসান, যুগ্ম-আহ্বায়ক, পৌর ছাত্রদল,
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন মোঃ নাঈম ইসলাম, সভাপতি, হোমনা সরকারি কলেজ ছাত্রদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সোহেল রানা (অন্তর), সিনিয়র সহ-সভাপতি, হোমনা সরকারি কলেজ ছাত্রদল।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে কলেজের শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিক্ষার্থীরা এমন মানবিক উদ্যোগ নেওয়ায় হোমনা সরকারি কলেজ ছাত্রদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।