• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
দেড় ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জুলাই শহীদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পসহ ১৮ প্রকল্প অনুমোদন বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান, চূড়ান্ত সিদ্ধান্ত গ্লোবাল সোর্সিং এক্সপো সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২ টাকা সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইমরান খানের ছেলে বললেন, ‘বাবা বেঁচে আছেন কি না জানি না’ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান:পোপ লিও ঝড়ের কবলে এশিয়া : চার দেশে মৃত ৯ শতাধিক, নিখোঁজ বহু

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান:পোপ লিও

প্রভাত রিপোর্ট / ১ বার
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

প্রভাত ডেস্ক: ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই কয়েক দশক ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ। রোববার তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ভ্যাটিকানের অবস্থান পুনরায় উল্লেখ করে তিনি বলেছেন, ‘‘আমরা সবাই জানি, এই মুহূর্তে ইসরায়েল এখনও সেই সমাধানটি মেনে নেয়নি। তবে আমরা এটিকেই একমাত্র সমাধান হিসেবে দেখি।’’
ইতালীয় ভাষায় দেওয়া বক্তব্যে পোপ লিও বলেন, ‘‘আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মাঝে ন্যায়সঙ্গত সমাধানের জন্য আমরা মধ্যস্থতার ভূমিকা রাখার চেষ্টা করছি।’’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রসহ নানা পক্ষ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দিলেও তিনি এর বিরোধিতা করছেন।
তুরস্ক সফর কেন্দ্র করে আট মিনিটের এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন মূলত তুরস্ক ভ্রমণ নিয়েই ছিল। গত মে মাসে ১৪০ কোটি সদস্যের ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর।
পোপ বলেছেন, তুরস্কে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন। দুই যুদ্ধের সমাপ্তিতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তুরস্ক সফরের সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে একযোগে রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যৎকে বিপন্ন করে তুলছে। ধর্মের নামে সহিংসতার নিন্দা জানান তিনি।
সাধারণত কূটনৈতিক ভাষায় কথা বললেও চলতি বছরের শুরুর দিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেন পোপ লিও। মুসলিমপ্রধান দেশ তুরস্কে বিশ্বব্যাপী ২৬ কোটি অর্থোডক্স খ্রিস্টানের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বারথোলোমিউও বসবাস করেন। তুরস্কের ধর্মীয় সহাবস্থানের উদাহরণও তুলে ধরে পোপ লিও বলেন, বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করতে পারে। এটাই সেই উদাহরণ, যা আমরা বিশ্বজুড়ে দেখতে চাই। মঙ্গলবার পর্যন্ত লেবাননে অবস্থান করবেন পোপ লিও। এরপর সেখান থেকে রোমে ফিরে যাবেন তিনি।

সূত্র: এএফপি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও