প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : বাগেরহাটে ‘নিরাপদ সড়ক চাই–এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে বাসস্ট্যান্ড এলাকায় র্যালী শেষে দ্যা সুইট প্যালেজ হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামিমসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় ‘নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামিম, প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সহসভাপতি এস এম রাজ, ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর মাজাহারুল ইসলাম, সার্জেন্ট পলাশ, ‘নিরাপদ সড়ক চাই–এর সহসভাপতি হাসিবুর রহমান, এডভোকেট সাজ্জাদ হোসেন, সহ সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক সহ আরও অনেকে।
আলী আকবর টুটুল বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন নয়, সকলের সচেতনতা জরুরি। আমরা যদি দায়িত্বশীল হই দুর্ঘটনা অনেক কমে যাবে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামিম বলেন, অতিরিক্ত গতি, ওভারটেকিং আর লাইসেন্সবিহীন যান চলাচলই দুর্ঘটনার বড় কারণ। সবাই নিয়ম মেনে চললে প্রাণহানি রোধ করা সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সরকার, প্রশাসন ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব।