• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে: মির্জা ফখরুল

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন সুষ্ঠু করা দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা আশা করি, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করবে। তিনি বলেন, আজ সুযোগ এসেছে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণেন প্রতিনিধিত্বমূলক সংসদ প্রতিষ্ঠা করার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও