• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

সব সময় জনগণের প্রতিনিধিত্ব করতে হবে: তারেক রহমান

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট : দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সব সময় জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। নিজেদের সমস্যা না বলে জনগণের সমস্যা শুনতে হবে। সমস্যা সমাধান করতে হবে।’ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। গত ৭ ডিসেম্বর এ কর্মসূচি শুরু হয়। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এতে প্রতিদিনই বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতারা অংশগ্রহণ করছেন। প্রতিদিনই বিকালে দ্বিতীয় সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তারেক রহমান। এর আগে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপি ছাড়া আর কোনও রাজনৈতিক দলের দেশের কল্যাণে এমন পরিকল্পনা আছে? কোনও পত্র-পত্রিকায় দেখেছেন? দেখেননি, আমরাই তা দিয়েছি। স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু, কর্মসংস্থান, কৃষি, বাণিজ্য সব বিষয়ে সুনির্দিষ্ট কর্ম-পরিকল্পনা দিয়েছি।’
বিএনপি অতীতে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে ভবিষ্যতেও বাস্তবায়ন করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আপনি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, সেই সরকার আপনার দলের সরকার হবেন না। জনগণের সরকার হবে। যারা ভোট দিয়েছেন তাদের ও যারা ভোট দেননি আমরা তাদেরও সরকার হবো।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও