• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমানের প্রত্যাবর্তন, সাতটি ট্রেন ভাড়া নিচ্ছে বিএনপি সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসেম্বরে ১৭ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার সংসারে ভাঙন আর হুমকি-সাইবার বুলিংয়ে বিষণ্নতায় ভুগছিলেন জান্নাতারা রুমী জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব দেয়নি: প্রধান বিচারপতি দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে: বাবর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার তারেক রহমানের ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্যোগ

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা, জননিরাপত্তার অবনতি এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি। মিছিল শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কুশপুত্তলিকা দাহ করে তারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি টিএসসি হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের টিএসিতে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।
মিছিলে ‘সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘হাদিরা মরে না, জুলাই হারে না, ‘জনগণের ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আমার ভাইরে ফেরায় দে, নাইলে গদি চাইড়া দে’, ‘জাহাঙ্গীর তুই জবাব দে, রুমি মরলো কেন’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সঙ্গে’, মিটিং করে জাহাঙ্গীরকে, রক্ষা করা যাবে না’, নানান স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বিক্ষোভে সংগঠনটির জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, “হাদিকে হত্যাকারীদের অবশ্যই গ্রেফতার করা হবে। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে, তবে তা জাহাঙ্গীরের হাত দিয়ে নয়। আমরা জাহাঙ্গীরের কাছে গ্রেফতারের কোনও দাবি জানাচ্ছি না। কারণ তিনি এই পদে বসারই অযোগ্য। দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনও দাবি জানানো যায় না।তিনি বলেন, “আগামীকাল শুক্রবার বাদে আসর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা আদায় করা হবে। জাহাঙ্গীরকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মুক্তির যে চেষ্টা করা হয়েছিল, ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আল্টিমেটাম যারা দিয়েছে তাদের কোনও খোঁজ-খবর নেই।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও