মো. দরাজ আলী, মুক্তাগাছা: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক শিক্ষা সফর গত বুধবার (১৭ ডিসেম্বর) গাজীপুর বঙ্গবন্ধু সাফারী পার্কে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বিএনপি মনোনিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ সহীদুল ইসলাম সহীদ ও মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান খাঁন মঞ্জু। শিক্ষা সফরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি ও এ.কে.এম মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক ও মোশারফ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ জলিল বকুল। শিক্ষা সফরে মুক্তাগাছা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৭শতাধিক শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারি অংশ নেয়।