• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন

কক্সবাজারে বেড়েছে শীতের তীব্রতা, ছুটির আনন্দে উচ্ছ্বসিত লাখো পর্যটক

প্রভাত রিপোর্ট / ৬৬ বার
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার : শীতের তীব্রতা বাড়লেও থেমে নেই পর্যটনের গতি। শীতকালীন ছুটিকে কেন্দ্র করে দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে এখন লাখো পর্যটকের উপচে পড়া ভিড়। ভোর ও রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হলেও দিনের আলো ফুটতেই সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে পর্যটকদের প্রাণবন্ত উপস্থিতি।
সকালে কুয়াশা আর ঠান্ডা হাওয়ার মধ্যে সমুদ্র সৈকতে হাঁটা, সূর্যোদয় উপভোগ এবং ছবি তোলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে—সবাই যেন শীতের আমেজ উপভোগ করতে ছুটে এসেছেন সাগরপাড়ে। বিশেষ করে লাবণী পয়েন্ট, কলাতলী, সুগন্ধা ও ইনানী সৈকতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।
হোটেল-মোটেল ও গেস্টহাউসগুলোতে প্রায় শতভাগ বুকিং লক্ষ্য করা যাচ্ছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, চলতি শীত মৌসুমে কক্সবাজারে পর্যটনের জোয়ার ফিরে এসেছে। হোটেল, রেস্তোরাঁ, ট্যুর অপারেটর ও যানবাহন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন।
পর্যটকরা জানান, শীতের সময় সমুদ্র সৈকতের সৌন্দর্য আরও বাড়ে। ঠান্ডা আবহাওয়া, নীল আকাশ আর শান্ত সমুদ্র—সব মিলিয়ে কক্সবাজার ভ্রমণের জন্য এটি সবচেয়ে উপযুক্ত সময়।
অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সমুদ্র সৈকতে গোসলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পর্যটকদের নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।
সব মিলিয়ে শীতের তীব্রতা সত্ত্বেও ছুটির আনন্দে কক্সবাজার এখন উৎসবমুখর। পর্যটকের কোলাহলে প্রাণ ফিরে পেয়েছে দেশের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও