নুরুল ইসলাম সুমন, কক্সবাজার: আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, উৎসবের রাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, অশালীন আচরণ বা আইনবহির্ভূত কার্যকলাপ বরদাশত করা হবে না।
অতিরিক্ত ডিআইজি জানান, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা রক্ষা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। সমুদ্র সৈকতে নির্ধারিত সময়ের বাইরে নামা, মাদক সেবন, আতশবাজি ও উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এসব বিষয়ে নিয়মিত মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
হোটেল-মোটেল, রিসোর্ট ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভি মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
পর্যটকদের উদ্দেশ্যে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় পাশে আছে। তবে নিরাপদ ও আনন্দমুখর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সবাইকে আইন মেনে চলতে হবে এবং কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে দ্রুত নিকটস্থ পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের সার্বিক প্রস্তুতি ও পর্যটকদের সহযোগিতায় কক্সবাজারে থার্টি ফার্স্ট নাইট হবে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন।