নুরুল ইসলাম সুমন, কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার- ১ চকরিয়া পেকুয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ ২৮ ডিসেম্বর বিকাল ৩ টায় চকরিয়া উপজেলা নির্নোবাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল দিয়েছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু চৌধুরী, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হোসেন, অসংখ্য সাংবাদিক সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেলা ১২ টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে সরাসরি চকরিয়াস্থ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। পরে নেতাকর্মীদের উদ্দেশে হাতে নেড়ে শুভেচ্ছা জানিয়ে নিজ বাসভবন পেকুয়ার উদ্দেশ্য চলে যায়।