মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামের বাসিন্দা প্রয়াত প্রবীণ সাংবাদিক আব্দুর রহমানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করলে সকালে সংগঠন ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে মরহুমের সমাধিস্থলে কবর জিয়ারত করা হয়। পরে পাঠাগার প্রাঙ্গণে তাঁর সংগ্রামী জীবন ও সাংবাদিকতার পথচলা নিয়ে দুপুরের পর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘরের সভাপতি কবি মো. আরফান আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মুঞ্জুর আলম, প্রচার সম্পাদক নূর ইসলাম নোবেল, আবু জুয়েল, সাংবাদিক রেজাউল করিম, আবু তারেক বাঁধনসহ পাঠাগারের সদস্য আশিকুর রহমান, সিয়াম আহমেদ। এছাড়া মরহুম সাংবাদিক আব্দুর রহমানের পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আব্দুর রহমান ছিলেন একজন নিরলস ও সাহসী সাংবাদিক। দারিদ্র্যপীড়িত পরিবারে জন্ম নিয়েও তিনি সাংবাদিকতাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রেখেছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক বার্তা, গণবার্তা, দৈনিক জনতা, দৈনিক ঘোষণা, দৈনিক নিরপেক্ষ সংবাদ, দৈনিক চিত্রকল্প, বাংলাদেশ সমাচার, আরজে ভয়েসসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। ১৯৭৮ সালে পীরগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানা যায়। এছাড়া ২৯ জুন ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘরের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আরজেএফ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্বেও নিয়োজিত ছিলেন। উল্লেখ্য, নভেম্বর ২০২৪ সালে এক সড়ক দুর্ঘটনায় তাঁর ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে স্ট্রোক ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর ৩ জানুয়ারি ২০২৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।