• বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় : রিজভী সামাজিক যোগাযোগমাধ্যমে নৈরাজ্য বন্ধে সরকারের উদ্যোগ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল : সালাহউদ্দিন আহমেদ পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ এনইআইআরের মাধ্যমে অবৈধ ও নকল মুঠোফোন নিয়ন্ত্রণ সহজ হবে ‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’ পূর্বাচলে বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহে মাটির তৈরি তৈজসপত্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ: স্টিফেন দুজারিক মোবাইল ব্যবহারকারীদের যে বার্তা দিলো বিটিআরসি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫

নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ; প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

প্রভাত রিপোর্ট / ১৪৪ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নম্বর মালিখালী ইউনিয়নের মধ্যে ঝনঝনিয়া গ্রামে ভাড়ায় নেওয়া একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে হয়েছে বলে এক ঘের মালিকের দাবী। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। ভুক্তভোগী রাজিব শেখ (৪০) ঝনঝনিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে। সোমবার (৫ জানুয়ারী) দুপুরে সরেজমিন যেয়ে দেখা যায়, মাছ পানির উপরে ভাসছে। খাবারের অনুযোগী হওয়ায় মাছ গুলো মাটিতে পুঁতে ফেলা হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার ( ৪ জানুয়ারী) ভোর থেকে রাজিব শেখের মৎস্য ঘেরে হঠাৎ করে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখা যায়। এতে বিষ প্রয়োগ করা হয়েছে বলে তারা ধারণা করছেন তারা। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে রাজিব শেখের বড় ভাই মুজাহিদ শেখ বলেন, আমার ছোট ভাই স্থানীয় হাফিজ দাড়িয়ার কাছ থেকে পাঁচ বছরের জন্য ঘেরটি চুক্তিতে নেয়। চুক্তির সময় ঘেরের পূর্ব পাড়ের বাসিন্দা সোবহান ফকির (কদম আলী ফকিরের ছেলে) আমার ভাইকে ঘের না রাখতে নিষেধ করেন। তখন কারণ জানতে চাইলে তিনি বলেন, এর আগে যারা এই ঘেরে মাছ চাষ করেছে, কেউ সফল হয়নি।
তিনি আরও বলেন, এবারও পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমার ভাইয়ের মাছ মারা হয়েছে। এতে আমাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এর আইনানুগ বিচার চাই।
রাজিব শেখ নিজেও অভিযোগ করে বলেন, ঘেরের চুক্তি করার সময় একজন আমাকে নিষেধ করেছিলেন। ধারণা করছি, শত্রুতামূলক ভাবে কেউ এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশীদ হাওলাদার জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও