• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনের কচিখালীতে ফাঁদে আটক হরিণসহ শিকারী আটক, পালিয়েছে দুই শিকারী পেনশন ফাইল আটকে ঘুষ-বদলি, শেষে টাকা দিয়ে দুদককে জানালেন শিক্ষক আওয়ামী লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল : প্রধান উপদেষ্টা তিতাসে শীতার্তদের মাঝে ১২০০ কম্বল বিতরণ তিতাসে মজিব বেপারীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া কুরআন শরীফ ও কম্বল বিতরণ বঙ্গোপসাগরে ৫০০ কিমি এলাকাজুড়ে নোটাম জারি ভারতের আটলান্টিক মহাসাগরে তেলবাহী ট্যাংকার ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাবে ফ্রান্স-যুক্তরাজ্য, সমর্থন যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি সম্পত্তিতে স্থায়ী ইমারত নির্মান সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ বিক্রি করেছে ভেনেজুয়েলা

জাপানের টোকিওতে একটি টুনা মাছ বিক্রি হলো ৩৯ কোটি টাকায়

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে একটি মাছবাজারে বিশাল আকারের একটি টুনা মাছ রেকর্ড দামে বিক্রি হয়েছে। সোমবার সকালে মাছটি যে দামে বিক্রি হয়েছে, তা শুনে যে কারও চক্ষু চড়কগাছ হয়ে যাবে। মাছটি বিক্রি হয়েছে টোকিওর তোয়োসু মাছবাজারে। এ বছর এ বাজারে এটাই প্রথম নিলামে টুনা মাছ বিক্রি। ব্লুফিন বা নীল পাখনার ওই টুনা মাছের ওজন ২৪৩ কেজি। বিক্রি হয়েছে ৩২ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকার বেশি।
মাছটি জাপানের ঐতিহ্যবাহী খাবার সুশি তৈরিতে ব্যবহৃত হবে। জাপানের বিখ্যাত সুশি চেইন রেস্তোরাঁ ‘সুশি জানমাই’ নিলামে ওই মাছ কিনে নিয়েছে। দেশজুড়ে তাদের সুশি রেস্তোরাঁগুলোতে এখন ওই মাছ দিয়ে সুশি তৈরি হচ্ছে।
কোম্পানির প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা বলেন, ‘বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে।’ এ বিশ্বাস থেকেই প্রতিবছর টোকিওর মাছবাজারে বছরের প্রথম টুনা মাছ নিলামে লাখ লাখ ডলারে বিক্রি হয়। তবে এবারের দাম তোয়োসু মাছবাজারের অতীত ইতিহাসকে ছাড়িয়ে গেছে। নিলামে সবার চেয়ে বেশি দর হাঁকিয়ে টুনা কিনে নিতে কিমুরার বেশ নামডাক আছে। তিনি দেশটিতে ‘টুনা কিং’ নামে পরিচিত। যদিও এ বছর টুনার দাম কিমুরাকেও খানিকটা অবাক করেছে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, আমরা আরেকটু কম দামে টুনা কিনতে পারব। কিন্তু আপনি জানাবোঝার আগেই এটির দাম অনেকটা ওপরে উঠে গিয়েছিল।’ এর আগে ২০১২ এবং ২০১৩ সালে কিমুরা রেকর্ড দামে বছরের প্রথম টুনা মাছ কিনেছিলেন। এরপর ২০১৯ সালে তিনি আবারও রেকর্ড দামে টুনা কেনেন।
এবার আবার রেকর্ড দামে বছরের প্রথম টুনা কিনতে পেরে দারুণ খুশি এই রেস্তোরাঁমালিক। তাঁর রেস্তোরাঁর অতিথিরাও খুব খুশি। কিমুরার রেস্তোরাঁর নিয়মিত অতিথিদের একজন বলেন, ‘বছরের শুরুতেই এত শুভ কিছু খেতে পেরে আমার মনে হচ্ছে, বছরটা ভালোভাবেই শুরু করতে পেরেছি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও