• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনের কচিখালীতে ফাঁদে আটক হরিণসহ শিকারী আটক, পালিয়েছে দুই শিকারী পেনশন ফাইল আটকে ঘুষ-বদলি, শেষে টাকা দিয়ে দুদককে জানালেন শিক্ষক আওয়ামী লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল : প্রধান উপদেষ্টা তিতাসে শীতার্তদের মাঝে ১২০০ কম্বল বিতরণ তিতাসে মজিব বেপারীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া কুরআন শরীফ ও কম্বল বিতরণ বঙ্গোপসাগরে ৫০০ কিমি এলাকাজুড়ে নোটাম জারি ভারতের আটলান্টিক মহাসাগরে তেলবাহী ট্যাংকার ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাবে ফ্রান্স-যুক্তরাজ্য, সমর্থন যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি সম্পত্তিতে স্থায়ী ইমারত নির্মান সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ বিক্রি করেছে ভেনেজুয়েলা

ভারতে বাংলাদেশের গলফারদের খেলতে যাওয়ার সিদ্ধান্ত হয়নি- কপিল দেব

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এরই জেরে অন্য খেলাতেও দুই দেশের সম্পর্কে অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এই যেমন প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়াতে অংশ নেয়ার কথা বাংলাদেশের গলফারদের। তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে কি না এই প্রশ্ন শুনতে হলো ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং পিজিটিআই সভাপতি কপিল দেবকে।
মুস্তাফিজ ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্কোয়াড থেকে বাদ পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। তারপর নিরাপত্তা শঙ্কায় আগামী সেপ্টেম্বরে নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত রেখেছে ভারত। আগামী মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও ভারতে না যাওয়ার ব্যাপারে পণ করেছে বাংলাদেশ। এছাড়া দেশে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ এসেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে।
আসন্ন পিজিটিআইতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সোমবার (৫ জানুয়ারি) এক প্রশ্নের উত্তর দিলেন কপিল। তিনি জানিয়েছেন যে, বাংলাদেশের গলফারদের প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়াতে খেলার অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এই ট্যুরের উল্লেখযোগ্য বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জামাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান ও মো. আকবর হোসেন।
পিজিটিআই থেকে বাংলাদেশি গলফারদের নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে কপিল বলেন, আমরা বসে সাম্প্রতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে আইসিসিকে চিঠিতে জানিয়েছে, কোনোভাবে তারা ভারতে তাদের বিশ্বকাপ লিগ ম্যাচ খেলবে না। শ্রীলঙ্কাতে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে তারা। আইসিসি এখন এই বিষয়টি খতিয়ে দেখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও