মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও পূর্ব পাড়া (বেপারী বাড়ি) এলাকায় মরহুম মজিব বেপারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন শরীফ ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় সাংবাদিক আব্দুর রহিমের বাড়িতে অবস্থিত জনতা টিভির দোতলা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া শেষে দুঃস্থদের মাঝে কুরআন শরীফ ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ও জনতা টিভি অনলাইন সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি ও তিতাস উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাক পত্রিকার তিতাস প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক।
দৈনিক সমকাল প্রতিকার বাঞ্ছারামপুর প্রতিনিধি আমজাদ সজল,দৈনিক খবর পত্রিকার হোমনা প্রতিনিধি এম এ কাশেম ভূইয়া,দৈনিক আমার দেশ পত্রিকার তিতাস প্রতিনিধি জুয়েল রানা, সাংবাদিক বিল্লাল মোল্লা, সাংবাদিক সাগর মুন্সি,কামরুল চৌধুরী, দৈনিক গণমুক্তির পত্রিকা তিতাস প্রতিনিধি নাঈম সরকার,মোঃ মাসুম, মোঃ হানিফ । এছাড়াও উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অহিদ খান মোহাম্মদ জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে সাংবাদিক আব্দুর রহিম বলেন, তাঁর মরহুম পিতা মজিব বেপারী চৌমুহনী, নোয়াখালীতে দীর্ঘদিন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় তিতাস উপজেলার অনেক মানুষ তাঁর বাবার সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। ব্যবসায়িক সততা, মানবিকতা ও বিশ্বস্ততার কারণে তিনি সবার কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি আরও বলেন, পিতার আদর্শ ও শিক্ষা অনুসরণ করেই এ মানবকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মরহুম পিতার স্মরণে আরও বৃহৎ পরিসরে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত সকলের কাছে তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে মরহুম মজিব বেপারীর আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।