মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা : কুমিল্লার তিতাস উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (বেলা ১১টা) উপজেলার মজিদপুর মাহমুদিয়া মাদ্রাসা মাঠে মজিদপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিন্টুর উদ্যোগে ১২০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল হালিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার মতিন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম মুন (মেম্বার), বিএনপি নেতা আইয়ুব খান, আব্দুল লতিফ মাল, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বাবুল ভূঁইয়া, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব, বিএনপি নেতা ইউনুস প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক আব্দুল হালিম মিন্টু বলেন,
“শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার মানবিক দায়িত্ববোধ থেকেই প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, এ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরেছে এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।