প্রভাত সংবাদদাতা,ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগে এম এস ট্রেডিং নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং ফাতেমা এন্টারপ্রাইজ নামক আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বাজারে শৃঙ্খলা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।