প্রভাত ডেস্ক: বঙ্গোপসাগরে ৫০০ কিমি এলাকাজুড়ে নোটাম জারি করেছে ভারত। স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি দিবাগত রাত ২টা থেকে ১৩ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত এই নোটাম জারি করা হয়েছে।
নোটাম হচ্ছে- নোটিস টু এয়ার মিশন। অর্থাৎ উল্লিখিত সময়ের জন্য ওই এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জানা গেছে, এই নোটাম জারি করা হয়েছে ৫০০ কিমি দীর্ঘ এলাকাজুড়ে। বিশাখাপত্তপনম থেকে এই নোটাম জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতী নৌবাহিনী কোনও মিসাইলের পরীক্ষা চালাতে পারে ওই এলাকায়।
এর আগে ওড়িশার চাঁদিপুর থেকে বঙ্গোপসাগরে পিনাকা দূরপাল্লার মিসাইলের সফল পরীক্ষা করা হয় গত ২৯ ডিসেম্বর। তার আগে গত ২৩ ডিসেম্বর সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করে ভারত।
জানা গেছে, ওই দিন কালাম ৪ সিরিজের পরমাণু বোমা বহনে সক্ষম মিসাইলের সফল পরীক্ষা চালায় ডিআরডিও। সেই মিসাইলের রেঞ্জ প্রায় ৩৫০০ কিলোমিটার। সূত্র: হিন্দুস্তান টাইমস