• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, বিক্ষোভে উত্তাল সারাদেশ যুবকের পোশাক-জুতাও খুলে নিলো ছিনতাইকারীরা ‎পি আর পদ্ধতি বাংলার মাটিতে হতে দেবো না: মােস্তফা জামাল হায়দার নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ বরিশালের রিয়াজের গলাকাটা মৃতদেহ উদ্ধার কুমিল্লায় মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : আরও একজনসহ মোট গ্রেপ্তার ৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আসিফ নজরুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাধ্যতামূলক ছুটিতে পাঠালো পুতুলকে ময়মনসিংহে সাড়ে ৯ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

কালিহাতীতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৭০ দোকান ভাঙচুর

প্রভাত রিপোর্ট / ৩৯ বার
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, কালিহাতী

টাঙ্গাইলের কালিহাতীতে সালিসি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শুলাকুড়া বাজারের প্রায় ৭০টি দোকান ভাঙচুর করা হয়েছে। আহতরা হলেন- বিএনপির সাবেক নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন, তানভীর, বিপ্লব, জয়, জাহান, শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান।
পুলিশ এবং স্থানীয়রা জানান, একটি ওরশে মারামারির ঘটনা সমাধানের জন্য সোমবার সালিসি বৈঠকের আয়োজন করা হয়। পরে ওই বৈঠকে চলাকালে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় হঠাৎ একটি ইটের ঢিল মারা হয়। এতে মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় সংষর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭০টি দোকানপাট ভাঙচুর করা হয়। আহত বিএনপির সাবেক নেতা শুকুর মাহমুদ বলেন, আমি উপজেলার প্রায় গ্রামেই সালিস করে থাকি। সালিসি বৈঠকে বসার পর স্থানীয় কিছু পোলাপান হঠাৎ করে আমার মাথায় একটি ইটের ঢিল মারে। পরে মাথা থেকে রক্ত বের হওয়া দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসি। আমার সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছেন।
কালিহাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও