• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব ফিজিওথেরাপি সেন্টারে অভিযান ও হয়রানি বন্ধের দাবি নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক অকাল মৃত্যু ঠেকাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি উন্নয়নের ধারা টেকসই করতে গাছ লাগানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম আগে সংস্কার পরে নির্বাচন হবে এটা শুনতে চাই না : মঈন খান ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে: রিজভী সরকারের একটি অংশ স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে: যুবদল সভাপতি

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, বিক্ষোভে উত্তাল সারাদেশ

প্রভাত রিপোর্ট / ১২ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে ছাত্র-জনতা। নিজস্ব প্রতিবেদক, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় : শনিবার বেলা একটার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে এই বিক্ষোভ হয়। দুপুর ১২টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। ইডেন কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।
বিক্ষোভ চলাকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজের কবর খোঁড়, ‘চাঁদাবাজ চাঁদা তোলে, ইন্টেরিম কী করে?’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘কে দিল রে জানোয়ার মানুষ মারার অধিকার’ বলে স্লোগান দেন।
হত্যার প্রতিবাদ জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ফারাবি জিসান বলেন, ‘মিটফোর্ডের সামনে চাঁদাবাজির কারণে একজন মানুষকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে মেরে ফেলেছেন যুবদল, ছাত্রদলের নেতা–কর্মীরা। অথচ দল দায় না নিয়ে তাঁদের শুধুই বহিষ্কার করেছে। আমরা বলতে চাই, এখানে অবশ্যই দলীয় পরিচয় ব্যবহার করে মেরে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যেই ছাত্রসংগঠন থেঁতলে মানুষ মারতে পারে, সেই সংগঠন কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে পারে না। তাই ছাত্রদল হোক বা শিবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কোনো দলের কমিটি থাকতে পারবে না। আজকের মধ্যেই ছাত্রদলের কমিটি প্রত্যাহার করতে হবে।’
কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ সাকিব বলেন, ‘বিপ্লব–পরবর্তী সময়ে সবাই মিলেমিশে কাজ করার যেই মানসিকতা তৈরি হয়েছিল, সেটা নষ্ট হয়েছে। রাজনৈতিক দলগুলোর সহিংসতা বেড়ে গেছে। একজন মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মুরাদ আল হাসান বলেন, ‘তারেক রহমানকে বলতে চাই, আপনি দেশে ফিরে আসুন। আপনার দল সামলান, ভোটব্যাংক সামলান। আপনারা পরিবর্তনের রাজনীতি করুন।’ গত ১১ জুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আগামী এক বছরের জন্য সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে ছাত্রদল। বিক্ষোভ কর্মসূচিতে এই কমিটি প্রত্যাহারসহ তিন দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে কর্মসূচিতে বিতরণ করা একটি লিফলেটে এই তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলোÍএক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে যাদের কমিটি প্রকাশ করা হয়েছে, সেটি অনতিবিলম্বে অফিশিয়ালি প্রত্যাহার করতে হবে। ভবিষ্যতে আবারও কেউ একই কাজ করার দুঃসাহস দেখালে তাকে সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। দুই, চকবাজার হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনার পাশাপাশি চাঁদাবাজ-সন্ত্রাসদের দলীয় শেল্টার দেওয়া রাঘববোয়ালদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিন, দেশের প্রতিটি জেলায় রাজনৈতিক পরিচয়ে মাঠ-ঘাট, বাজার-দোকানপাট, এবং বাসস্ট্যান্ড-টেম্পোস্ট্যান্ড গুলোতে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করতে হবে।’ এ তিন দাবির মধ্যে সারা দেশে চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে চাঁদাবাজি বন্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা না গেলে দীর্ঘমেয়াদি আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
এর আগে দুপুর ১২টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে এনএসইউর ১ নম্বর গেট এলাকায় এসে শেষ হয়। এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীরাও যোগ দেন।
বেলা একটার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। বিচার দাবিতে দুপুরে ইডেন কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।
এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। গতকাল সন্ধ্যায় এই মামলার দুই আসামিকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। হত্যা মামলার আরও দুই আসামিকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
শাবিপ্রবি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন আবাসিক হল ঘুরে একই স্থানে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, আজাদ শিকদার, হাফিজুল ইসলাম বক্তব্য রাখেন।
পটুয়াখালী: বেলা ১১টায় সোনালী ব্যাংক মোড়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে জেলা গণতান্ত্রিক ছাত্রসংসদের মোহাম্মদ মিরাজ ইমতিয়াজ, আহমেদ ফাহাদ, এ কে এম সিফার শুভ, আবু রাইয়ান, মো. সাকের, তানজিলা আক্তার শিমু, নাজমুল হক স্বাধীন ও নীরব শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
বেরোবি: দুপুরে জিলা স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিলটি আবু সাঈদ চত্বরে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমতিয়াজ ইমতি শিক্ষার্থী রহমত আলী, ডা. জামিল প্রমুখ বক্তব্য রাখেন।
রাজবাড়ী: বেলা ১১টার দিকে সাধারণ জনগণ ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম-আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, এনসিপির নেতা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী তাহসিন আতিয়ার বিন তামিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জ: দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্যসচিব জাবেদ আলম, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, মুখপাত্র সারফরাজ হক সজীব, জহিরুল ইসলাম, জাহিদুল হক বাধন, ফারদিন শেখ ও ফাহিম খন্দকার অনিক উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ: সকাল ১০টায় সারাদেশে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় রমজান মাহমুদ, আশিকুর রহমান, আশরাফুল ইসলাম রাজু, আসাদুল্লাহ, মাহবুবুর রহমান ও এনামুল হাসান আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
ঝালকাঠি: বেলা ১১টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে করে। ‎সমাবেশে শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণা বক্তব্য দেন।
পাবিপ্রবি: ব্যবসায়ী পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ এর প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নাটোর: দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বৈষমবিরোধী ছাত্রনেতা শেখ ওবাইদুল্লাহ মিম, আব্দুস সামাদ শিশির, মাহফুজা রাহাত বুসরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বরগুনা: বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বরগুনা প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর: দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে ইসলামী যুব আন্দোলনের একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। যুব আন্দোলনের জেলা সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি জহির উদ্দিন প্রমুখ।
ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক: রাজধানীর মিটফোর্ড এলাকায় পাথর দিয়ে মাথা থেঁতলে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনার পর সারাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শনিবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত ছাত্রদলের ৩০ জনের বেশি নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (অটঝঞ) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান নিজের ফেসবুক পোস্টে আবেগঘন ভাষায় লেখেন: “ব্যক্তিগত কারণে আমি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে ছাত্রদলের সঙ্গে ১০ বছরেরও বেশি সময় জড়িত ছিলাম। বিএনপির দুঃসময়ে, এমনকি বাবার জেল জীবনের সময়ও রাজনীতি চালিয়ে গেছি। কিন্তু বর্তমানে যে পরিবেশ, তা আমার সেই স্বপ্নের রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত লিখেছেন: “সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে আমি মানসিকভাবে অস্বস্তিতে ভুগছি। সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে মনে হয়েছে।”
মৌলভীবাজার জেলা ছাত্রদল সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া বলেন: “সাম্প্রতিক সময়ের কিছু কর্মকাণ্ড আমাকে অস্বস্তিতে ফেলেছে। সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান যৌথভাবে ফেসবুক পোস্টে লেখেন: “আজ থেকে নিজেকে অরাজনৈতিক ঘোষণা করছি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে কোনো গাদ্দারি আমরা মেনে নিতে পারি না। দলের আদর্শের সঙ্গে বাস্তবতা সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে।”
পিরোজপুর জেলার দূর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. রাকিব হাওলাদার পদত্যাগপত্রসহ একটি পোস্টে বলেন:“আমার সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার ভয়েই আমি ছাত্রদল থেকে পদত্যাগ করছি।” ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, ফেসবুকজুড়ে ছাত্রদলের পদত্যাগ ও প্রতিক্রিয়ায় তীব্র অভ্যন্তরীণ অস্থিরতার আভাস মিলছে। অনেকেই দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থানের সঙ্গে নিজ অবস্থানকে সাংঘর্ষিক বলে মনে করছেন। মিটফোর্ড হত্যাকাণ্ড ঘিরে ছাত্রদল ও বিএনপির সংশ্লিষ্টতা নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও দলীয় নেতৃবৃন্দ বারবার সেই অভিযোগ প্রত্যাখ্যান করছেন। তবে ভবিষ্যতের রাজনীতিতে এই ক্ষোভ ও পদত্যাগের ঢল কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা চিন্তিত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও