• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
তাকসিম খানের অনুসারীরা ওয়াসার হাইব্রিড বিএনপি : সিবিএ সভাপতি সোহাগ হত্যার বিচারসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের মিটফোর্ডে হত্যাকাণ্ড : আসামিপক্ষে লড়বেন না বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ না করলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকবে : আলাল হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে : ফারুক শিশু হাসপাতালের ‘নিয়োগ কেলেঙ্কারি’ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম তেল মারার সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না : খসরু সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড : দুদু

রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ লা লিগা

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত স্পোর্টস : রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জাবি আলোনসোর প্রথম অভিযান শেষ। ক্লাব বিশ্বকাপ ট্রফির জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরতে হয়েছে সেমিফাইনাল থেকেই। তবে এক মাসের এই টুর্নামেন্ট নয়, আলোনসোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ লা লিগা। গত এক দশকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের চেয়ে লা লিগা ট্রফি কম জিতেছে। কার্লো আনচেলত্তির জায়গায় আসা আলোনসোকে বিশেষ মনোযোগ দিতে হবে এ জায়গাতেই। তিন মৌসুমের জন্য রিয়াল কোচের দায়িত্ব নেওয়া আলোনসো এখন ২০২৫-২৬ মৌসুমের জন্য দল গোছাচ্ছেন। সফলতার জন্য তো বটেই, দলে তৈরি হওয়া কিছু শূন্যতা পূরণেও এবারের দলবদল বাজার থেকে বেশ কিছু কেনাকাটা দরকার হচ্ছে তাঁর। এ জন্য বেশ কয়েকজন খেলোয়াড়কে পাখির চোখ করেছেন আলোনসো।
নতুন মৌসুমের আগে এখন পর্যন্ত তিনজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমজন ডিন হাউসেন। ২০ বছর বয়সী এই বোর্নমাউথ সেন্টারব্যাককে পাঁচ বছরের চুক্তিতে নেওয়া হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল লিভারপুল থেকে আনা হয়েছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে। দুজন এরই মধ্যে দলে যোগ দিয়েছেন। আর যোগ না দিলেও এরই মধ্যে চুক্তি সই হয়ে গেছে রিভার প্লেটের ১৭ বছর বয়সী আর্জেন্টাইন প্লেমেকার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর সঙ্গে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, এখনো অন্তত তিনজন নতুন খেলোয়াড় দলে ভেড়াতে চান আলোনসো। এ ক্ষেত্রে অনেক দিন ধরে ক্লাবের নজরে থাকা আলভারো কারেরাস বড় সম্ভাবনা। ২২ বছর বয়সী এই স্প্যানিশ লেফটব্যাক একসময় রিয়ালের বয়সভিত্তিক দলে ছিলেন। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দল ও গ্রানাদা ঘুরে দুই মৌসুম ধরে বেনফিকায় খেলছেন। রিয়ালের নতুন কোচ আলোনসো লেফটব্যাক পজিশনে খেলোয়াড় নেওয়াকে অগ্রাধিকার দিয়েছেন। বিশেষ করে ফারলাঁ মেন্দির ফিটনেস আর ফ্রান গার্সিয়ার গড়পড়তা পারফরম্যান্সে আস্থা রাখতে পারছেন না তিনি। রক্ষণের বাঁ পাশটায় কারেরাস ভালো সংযোজন হতে পারেন বলে ধারণা আলোনসোর।
শূন্যতা পূরণের আরেকটি জায়গা মনে করা হচ্ছে মাঝমাঠ। গত মৌসুমে টনি ক্রুস চলে যাওয়ার পর মাঝমাঠে শক্তি কম অনুভূত হচ্ছে রিয়ালের। ফেদে ভালভের্দে এবং অরেলিয়েঁ চুয়ামেনিদের দিয়ে ক্রুসের জায়গায় চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রত্যাশিত ফল পাওয়া যায়নি বলে মনে করে রিয়ালের কোচিং স্টাফ ও বোর্ড। সম্প্রতি ফিফা ক্লাব বিশ্বকাপে ক্রুসের জায়গায় তুর্কি তরুণ আর্দা গুলেরকে খেলিয়েছেন আলোনসো।
২০ বছর বয়সী এই মিডফিল্ডার কোচের আস্থা রেখেছেনও, তবে এরপরও মাঝমাঠে শক্তি বাড়াতে একজনকে সই করাতে চায় রিয়াল। এ ক্ষেত্রে দৃষ্টিতে আছেন অ্যাঞ্জেলো স্টিলার। ২৪ বছর বয়সী এই জার্মান বর্তমানে স্টুটগার্টে খেলেন। ক্রুসের সঙ্গে খেলার ধরনে মিল আছে, তাঁকে অনেকে ‘নতুন ক্রুস’ও বলে থাকেন। তবে স্টিলারকে কিনতে হলে ৫ কোটি ইউরোর মতো খরচ করতে হতে পারে, যা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। আলোনসোর খেলোয়াড় দরকার সেন্টার ডিফেন্ডার পজিশনেও। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে হারের অন্যতম কারণ ছিল রাউল আসেনসিও ও আন্তনিও রুডিগারের বড় ভুল। আবার ডেভিড আলাবা হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে বারবার চোটে পড়ায় একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আলাবার প্রতি সৌদি আরবের কয়েকটি ক্লাব আগ্রহও দেখাচ্ছে। সব মিলিয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে নতুন কাউকে নেওয়াটা জরুরি মনে করছেন রিয়াল মাদ্রিদের ক্রীড়া বিভাগ দেখভাল করা ফ্লোরেন্তিনো পেরেজ ও হোসে আনহেল সানচেজ। আলোনসোও এ বিষয়ে একমত। এখন চলছে খোঁজাখুঁজি পর্ব। লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন মৌসুম শুরু হবে ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও