• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তাকসিম খানের অনুসারীরা ওয়াসার হাইব্রিড বিএনপি : সিবিএ সভাপতি সোহাগ হত্যার বিচারসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের মিটফোর্ডে হত্যাকাণ্ড : আসামিপক্ষে লড়বেন না বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ না করলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকবে : আলাল হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে : ফারুক শিশু হাসপাতালের ‘নিয়োগ কেলেঙ্কারি’ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম তেল মারার সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না : খসরু সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড : দুদু

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শত বছরের সেরা বোলিং গড়ের রেকর্ড গড়লেন বোল্যান্ড

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত স্পোর্টস : স্যাবাইনা পার্কের ম্যাচটিতে স্কট বোল্যান্ডকে খেলানো হচ্ছে নাথান লায়নের জায়গায়। সেই লায়ন, যাঁকে গত ১২ বছরে একবারও একাদশ থেকে বাদ দেয়নি অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির ম্যাচটিতে নিজের কার্যকারিতা প্রমাণের সুযোগ একদমই হাতছাড়া করেননি বোল্যান্ড। ৩৬ বছর বয়সী এই পেসার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর তাতে নাম লিখিয়েছেন টেস্ট ক্রিকেটের শত বছরের এক রেকর্ডেও। গত ১১৫ বছরের মধ্যে বোল্যান্ডের বোলিং গড়ই টেস্টের সেরা। বোল্যান্ডের এমন কীর্তির দিনে জ্যামাইকা টেস্টে ক্যারিবীয়দের চেয়ে ১৮১ রানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথম দিন অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২২৫ রানে গুটিয়ে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১ উইকেটে ১৬। আজ দ্বিতীয় দিনের খেলায় বাকি ৯ উইকেটে ১২৭ রান যোগ করতে পেরেছে স্বাগতিকেরা। ‘অল-পেস অ্যাটাক’ নিয়ে নামা অস্ট্রেলিয়ার হয়ে বোল্যান্ড নেন ৩ উইকেট, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ২টি করে।
ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান শামার জোসেফকে বোল্ড করে বোল্যান্ড বোলিং গড়ের নতুন কীর্তিতে নাম লেখান। ১৯১৫ সালের পর থেকে অন্তত ২০০০ বল করেছেন—এমন বোলারদের মধ্যে বোল্যান্ডের গড়ই সেরা। ডানহাতি এ পেসার ১৪ টেস্টে ৫৯ উইকেট নিয়েছেন ১৭.৩৩ গড়ে।
বোল্যান্ড ছাড়িয়ে গেছেন তাঁরই স্বদেশি ক্রিকেটার বার্ট আয়রনমঙ্গারকে। ১৯২৮-৩৩ সময়ে খেলা আয়রনমঙ্গার ১৪ টেস্টে ৭৪ উইকেট নিয়েছিলেন ১৭.৯৭ গড়ে। ১৯০০ সালের পর থেকে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে শুধু ইংল্যান্ডের সিড বার্নেসের বোলিং গড়ই (১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট) এর চেয়ে ভালো। বোল্যান্ডের কীর্তির দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে লিড নিয়েছে ৮২ রানের। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বড় চ্যালেঞ্জেই পড়েছে কামিন্সের দল। ২৯ ওভার ব্যাট করে ৯৯ রান তুলতেই চলে গেছে ৬ উইকেট। তিনে নামা ক্যামেরন গ্রিন অপরাজিত আছেন সর্বোচ্চ ৪২ রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও