মো. বাবুল শেখ,পিরোজপুর : ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’- এ প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ জুলাই) পিরোজপুরের নাজিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ নাজিরপুরের- উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাজিরপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা জওহর বালার সভাপতিত্বে কর্মী তরুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নাজিরপুর উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুক্তাদির রাব্বি উপজেলার সমবায় কর্মকর্তা হোসনেয়ারা ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ , শ্রীরামকাঠী ইউনিয়ন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী , ইসরাত জাহান শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা রাবেয়া খানম , শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক অভিজিৎ হালদার এবং শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রবীন্দ্রনাথ হালদার সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব ও অবদান রাখায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।