প্রভাত রিপোর্ট: জুলাই আন্দোলন স্মরণে আজ শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ডাটা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডাটার মেয়াদ থাকবে পাঁচ দিন। বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’ এর অংশ হিসেবে দেশের মোবাইল গ্রাহকদের প্রতি একটি সম্মানসূচক উদ্যোগ হিসেবেই এই ফ্রি ডাটা অফার চালু করা হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।
বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
এক্ষেত্রে— গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা *121*1807# ডায়াল করে, রবি গ্রাহকরা *4*1807#, বাংলালিংক গ্রাহকরা *121*1807# এবং টেলিটক গ্রাহকরা *111*1807# ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, গত জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সরকার থেকে বিনামূল্যে ১ জিবি ডাটা প্রদানের অনুরোধ পেয়েছি। প্রয়োজন হলে অতিরিক্ত উদ্যোগও নিতে প্রস্তুত।