• সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাইয়ের ১৯ দিনে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা অতীতের শাসকেরা কেউ দিল্লিকে, কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে : হাসনাত বেরোবিতে সক্রিয় ছাত্রদল-শিবির, প্রতিবাদে প্রশাসনকে শাড়ি-চুরি ‘উপহার’ এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দ্রুতই অমীমাংসিত বিষয়ে ঐকমত্য হবে, আশা আলী রীয়াজের সোহাগ হত্যার ঘটনায় দোষ স্বীকার করলো মূল হোতা মহিন জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জের ঘটনায় চার হত্যা মামলা, আসামি ৬ হাজার তিস্তার পানি বাড়ছে, বন্যার শঙ্কা টাইফুন উইফা: হংকংয়ে মুসল্লিদের সুরক্ষায় মসজিদের কার্যক্রম সাময়িক বন্ধ

তিস্তার পানি বাড়ছে, বন্যার শঙ্কা

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নুরুল ফেরদৌস, লালমনিরহাট : ভারতে ভারী বৃষ্টি নেমে আসা পানির ঢলে লালমনিরহাটের তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে পানি বেড়ে যাওয়ায় এবার বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ধারনা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট জেলায় ৫ টি উপজেলার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার বিকাল ৩ টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিতি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব‌্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমা ৭সে: মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতের মধ‌্যে বিপদসীমা অতিক্রম করতে পারে এমনটি ধারনা করছে পানি উন্নয়ন বোর্ড ।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছেন, গত ২৪ ঘণ্টায় ভারতের কিছু প্রদেশে ভারি থেকে অভিভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। যার ফলে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে শুরু করেছে। এসব নদ-নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে।
এছাড়া আগামী তিন দিন রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিতি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব‌্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে ও লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, তিস্তা তীরবর্তী এলাকার জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ‌্যমে নিয়মিত খোঁজখবর নেয়া হচ্ছে। পাশাপাাশি পানি উন্নয়ন বোর্ডও কাজ করছেন। বন‌্যা দেখা দিলে পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও