• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রভাত রিপোর্ট / ১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতনের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠল শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত এএসবিআরএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের কয়েকশ শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন।
অবরোধ চলাকালে শ্রমিকরা বিদ্যুতের খুঁটি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে এবং লাঠিসোঁটা ও ইটপাটকেল হাতে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন চালকরা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে মালিকপক্ষকে আলোচনায় বসায়। আলোচনার একপর্যায়ে মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে এক মাসের বেতন পরিশোধ এবং আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) মধ্যে বাকি তিন মাসের বেতন-ভাতা পরিশোধের লিখিত আশ্বাস দেয়। এর পরই শ্রমিকরা অবরোধ কর্মসূচি তুলে নেন। বিকেল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
কারখানার শ্রমিকরা জানান, প্রায় ৪০০ জন শ্রমিক এ প্রতিষ্ঠানে কাজ করেন। দীর্ঘ চার মাস ধরে তারা বেতন পাননি। বারবার দাবি জানানো সত্ত্বেও মালিকপক্ষ টালবাহানা করায় তারা বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন। শ্রমিকদের অভিযোগ, বেতন না পাওয়ায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, অনেকেই ধারদেনা করে পরিবার চালাচ্ছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বড় কোনো সংঘর্ষ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর একই কোম্পানির প্রিমিয়ার স্টিল মিলসের শ্রমিকরাও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। বারবার একই প্রতিষ্ঠানের ভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় স্থানীয়রা মনে করছেন, মালিকপক্ষের অব্যবস্থাপনা ও শ্রমিকদের প্রতি অবহেলার কারণেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
শ্রমিকরা বলেন, আমরা আর বেতন পাওয়ার জন্য রাস্তায় নামতে চাই না। কিন্তু মালিকরা যদি প্রতিশ্রুতি রক্ষা না করেন, তবে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও