প্রভাত রিপোর্ট: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে দিল্লী যাবেন। আগামী ২০ নভেম্বর দিল্লিতে পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত বছরের জুনে বাংলাদেশ পঞ্চম দেশ হিসেবে সিএসসিতে যুক্ত হয়। এই সম্মেলনে পাঁচ দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ড. খলিলুর রহমান যোগ দিবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সরকারের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর তিনি দিল্লি যাবেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্মেলনে অংশ নিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি দুই দিনের সফরে যাবেন। সূত্রটির দাবি, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো উচ্চ পর্যায়ের কেউ দিল্লি যাচ্ছেন।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, সিকিউরিটি কনফারেন্সের সাইডলাইনেও বৈঠক হয়ে থাকে। তবে ঢাকার সঙ্গে দিল্লির কোনও বৈঠক হবে কি-না তা এখনো নিশ্চিত না। আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে। তবে সেটিও এখনও নিশ্চিত না।
প্রসঙ্গত, কলম্বো সিকিউরিটি কনক্লেভ হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম। এই ফোরামের সদস্যদেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। আর সেশেলস পর্যবেক্ষক হিসেবে যুক্ত আছে। গত বছর এই কনক্লেভের সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। তাতে অংশ নেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, মালদ্বীপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. কর্নেল (অব.) ইব্রাহিম লতিফ, শ্রীলঙ্কায় নিযুক্ত মরিশাসের হাই কমিশনার হেইম্যানডোয়াল ডিলাম এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাগালা রত্নায়েক।
গত বছর সিএসসি সচিবালয় প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারকে সই করা হয়। সিএসসি-এর মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে সাধারণ উদ্বেগের অন্তর্ভুক্ত আন্তঃসীমান্তবর্তী হুমকি ও প্রতিরোধগুলোকে মোকাবিলা করে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে উন্নীত করা। এর অধীনে পাঁচটি সহযোগিতার স্তম্ভ আছে- সামুদ্রিক নিরাপত্তা; সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলা; পাচার এবং আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ মোকাবিলা; সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তির সুরক্ষা; এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা।