মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় চোরাই পথে ভারত থেকে আসার সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৬ নভেম্বর) বিকালে পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের জঙ্গলবাড়ী চান্দেরহাট বিওপি এলাকায় ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার পথে এই ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
এ বিষয়ে চান্দেরহাট বিওপি কোম্পানি কমান্ডার মোঃ জামাল হোসেন বলেন, , আজ বিকাল ৪ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের জঙ্গলবাড়ী নামক সীমান্তবর্তী এলাকা থেকে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় বিজিবি টহলদল এই ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালি থানার চিত্র রায়ের ছেলে শ্রী লিটন রায় (২৫), দিনাজপুর জেলার কোতোয়ালি থানার গোবিন্দপুর দাঙ্গা গ্রামের মৃত মাধব বর্মনের ছেলে প্রন্তোস রায় (২১), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চাউলিয়া গ্রামের পলাশ রায়ের ছেলে রনজিত রায় (২০), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চারুলিয়া গ্রামের বীরেন বর্মনের ছেলে উত্তম রায় (২০)।
জানা যায়, তারা কাজের সন্ধানে ১ বছর পূর্বে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে যান।