মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদী থেকে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন একটি সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মিশিন জব্দ করেছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে “পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: হুমকির মুখে দুটি সরকারি ব্রীজ” এই শিরোনামে একটি সংবাদ নাগরিক টিভি অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি প্রশাসনের দৃষ্টিতে আসে। পরে সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এন এম ইসফাঁকুল কবির সেই বালু মহলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করেন।
বালু ইজারাদার শর্ত ভঙ্গ করে নাক্কটি ব্রীজ ও মাসালডাঙ্গি সরকারি ২টি বড় ব্রীজের পাশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছিল। এতে সরকারি ২টি ব্রীজ হুমকির মুখে পড়ে।
জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীতে ১৪৩২ বঙ্গাব্দ ও ৩০ শে চৈত্র পর্যন্ত ১ বছর মেয়াদে ১০.৮১ একর জমির বালু উত্তোলনের জন্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক নওগাঁ জেলার শিমলা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলহাজ সিরাজুল ইসলাম ইজারা প্রদান করেন। ইজারা গ্রহণের পর থেকেই তিনি তার ইজারাকৃত স্থানে বালু উত্তোলন না করে অবৈধভাবে নাকাটি হাট এলাকার নাকাটি সরকারি ব্রীজ সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয় । মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয় , অপরিকল্পিতভাবে ব্রীজ ২টির নিচ থেকে বালু উত্তোলন করায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি ব্রীজ ২টি যে কোন সময় ধসে যেতে পারে বলে এলাকাবাসী মনে করেন।
এছাড়া ইজারাদার সিরাজুল ইসলাম তার ইজারাকৃত ১০.৮১ একর জমির সীমানা চৌহদ্দি নির্ণয় না করে তিনি সমস্ত টাঙ্গন নদী ইজারা নিয়েছেন বলে এলাকায় অপপ্রচার করেন।
এছাড়া তিনি ও তার লোকজন টাঙ্গন নদী থেকে বিভিন্ন ঘাট থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বৈধ মেমো দিয়ে বীর দর্পে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেয়ায় প্রশাসনের ভূমিকা সন্তোষজনক বলে এলাকাবাসীরা জানান।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এন এম ইসফাঁকুল কবির বলেন, ৫০ হাজার টাকা জরিমানা এবং ড্রেজার মেশিন সহ মালামাল জব্দ করা হয়েছে। এসব বেআইনি কাজ করতে দেয়া হবে না।